সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

হুমকির প্রতিবাদ ও অপসারণ দাবিতে দুই জেলায় মানববন্ধন

স্বদেশ ডেস্ক
  ০৭ মে ২০২৪, ০০:০০
নড়াইলের লোহাগড়ায় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির অপসারণ দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির বিক্ষোভ -যাযাদি

চট্টগ্রামের দোহাজারীতে সাংবাদিকের প্রাণনাশের হুমকি ও নড়াইলের লোহাগড়ায় কলেজের সভাপতির অপসারনের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের দোহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে দেলোয়ার হোসেন মিন্টুর বিরুদ্ধে। রোববার দোহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে সাংবাদিক কামরুল ইসলাম মোস্তফা ও জাবের বিন রহমান আরজুর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোহাম্মদ কমরুদ্দীন, সম্পাদক খালেদ রায়হান, সাংবাদিক এসএম রহমান, আবু তোরাব চৌধুরী, দোহাজারী প্রেস ক্লাবের সম্পাদক আজগর আলী সেলিম, সহ সভাপতি এসএম রাশেদ, যুগ্ম সম্পাদক এম ফয়েজুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এ এম মুনতাসীর, অর্থ সম্পাদক এম এ হামিদ, চন্দনাইশ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সৈকত দাশ ইমন প্রমুখ।

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া নবগঙ্গা ডিগ্রী কলেজের দূর্নীতিবাজ সভাপতি রাশিদুল বাশার ডলারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থী, অভিভাবক সদস্য এবং ম্যানেজিং কমিটির সদস্যরা। সোমবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে কলেজ প্রদক্ষিণ করে। পরে বিক্ষোভকারীরা দিঘলিয়া-কুমড়ি সড়ক অবরোধ করে। অবরোধ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য আশিকুর রহমান নান্টু, মোহাম্মদ আল মামুন, অভিভাবক মিঠু শেখ, রানা শেখ প্রমুখ।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা কলেজের প্রধান ফটোকে তালা ঝুলিয়ে দেন এ সময় কলেজের সকল কার্যক্রম অচল হয়ে পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে