রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৭ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

স্যালাইন বিতরণ

ম স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনার পৌর এলাকায় খেটে খাওয়া দিনমজুর এবং ভ্যানচালকসহ হতদিরদ্রদের মধ্যে বিনামূল্যে ছাতা, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন দর্শনা মা-মনি পাটর্সের স্বত্বাধিকারী এমরাজ উদ্দীন খোকন। রোববার চুয়াডাঙ্গা জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এখলাছ উদ্দীন সুজনের অর্থায়নে ও দর্শনা বাসস্ট্যান্ড এলাকায় ছাতা বিতরণ কার্যক্রম অব্যাহত ছিল। চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা ইউএনও রোকসানা মিতা উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ছিলেন দর্শনা পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার আব্দুল কুদ্দুস, সৌদি প্রবাসী লিয়াকত হোসেন লিটন প্রমুখ।

কর্মশালা অনুষ্ঠিত

ম ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পশ্চিমাঞ্চলের জেলাগুলোর নদ-নদীর তথ্য হালনাগাদ এবং আইটি-ভিত্তিক ব্যবস্থাপনাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার প্রধান অতিথি ছিলেন পাউবোর প্রধান প্রকৌশলী শাহজাহান সিরাজ। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাউবোর তত্ত্ব্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম, কুষ্টিয়া অঞ্চলের মো. আব্দুল হামিদ, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতীম সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোলস্নাহ।

শ্রেষ্ঠ শিক্ষক

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ এ মেহেরপুর জেলার কারিগরি শাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন গাংনীর কৃতী সন্তান বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক স্কাউটার রফিকুল আলম বকুল। তিনি স্কাউটসের রোভার শাখার একজন উডব্যাজার। রফিকুল আলম বকুল মেহেরপুরের গাংনীর ডাকবাংলাপাড়ার মৃত হাজি খেদমত আলীর ছেলে।

জানা গেছে, রফিকুল আলম বকুল মেহেরপুর জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের রোভার স্কাউটস গ্রম্নপের ইউনিট লিডার। তিনি শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিয়োজিত।

পথসভা

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। তাইতো বসে নেই প্রার্থীরা। রোববার ও সোমবার উপজেলা দেউলাবাড়ী, দেউপাড়া ও সন্ধ্যানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থী আলোক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান হোসেন। এ সময় তার সাঙ্গে ছিলেন উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শরিফ হোসেন, দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুজাত আলীখান, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামসহ ছাত্রলীগ, যুবলীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভা অনুষ্ঠিত

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এ সময় ছিলেন তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রিমা, কমিটির সদস্য হাসিনা আক্তার, নাজমুল করিম, মো. শাহআলম, আমান উলস্নাহ, মাইন্ড ইন্সপ্যার টু ন্যাশনাল অ্যচিভমেন্টের মিনা গ্রম্নপের সদস্যরা।

মিলনমেলা উৎসব

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমকালো আয়োজনে পৌর যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক মিলনমেলা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার নাগেশ্বরী ডিএম একাডেমি মিমসের সার্বিক তত্ত্বাবধানে জেলা পরিষদ ডাকবাংলো অডিটরিয়ামে এ উপলক্ষে মিলনমেলা উৎসবকে ঘিরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, আবৃত্তি ও সাংস্কৃতিক আসর, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন নাগেশ্বরী উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন, নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমির প্রধান শিক্ষক কে এম আনিছুর রহমান, সিএনবি প্রকল্পের নাগেশ্বরী শাখার টেকনিক্যাল কর্মকর্তা ইলিয়াস আলী, নাগেশ্বরী পৌর যুব সংগঠনের সভাপতি সাদিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ সমাপনী

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজনে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সমাপনী শেষে সাটিফিকেট বিতরণ করা হয়েছে। সোমবার কোচাশহর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক গাইবান্ধা এজিএম রবিনচন্দ্র রায়ের সভাপতিত্বে আরও ছিলেন সম্প্রসারণ কর্মকর্তা আব্দুলস্নাহ আল ফৈরদাউস, রেজওয়ানুল ইসলাম প্রমুখ।

সভা অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

'প্রবীণের যুক্তি-নবীনদের শক্তি, দুইয়ে মিলে সমাজের মুক্তি' এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে সোমবার সকালে প্রবীণদের স্বাস্থ্য সেবায় করণীয় প্রেলিয়েটিভ (প্রশোমন মূলক) জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন ডাক্তার হাসিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. আতিকুর রহমান, মেডিকেল কলেজের প্রভাষক ডা. অমল রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমরান কবির।

মাঠ দিবস

ম ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ব্রি ধান ১০০-এর শস্যকর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার হলিধানী গ্রামের কৃসক আব্দুস সাত্তাদের জমিতে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যাক্টিভিটির (সিএসএ) আয়োজনে স্থানীয় কৃষক আলহাজ হাকিম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) ফিল্ড সুপারভাইজার মীর মো. আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন আইএফডিসি'র জুনিয়র এক্সটেনশন অফিসার মোহাম্মদ আরিফুল করিম, সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মফিজ উদ্দিন ও কৃষিবিদ বদিউজ্জামান।

ট্রেজারি বিল বিতরণ

ম রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো নগদ অর্থ (ট্রেজারি বিল) উন্মুক্তভাবে বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ওমর ফারুক সুমন। আরও ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান।

অবহিতকরণ সভা

ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

শিবালয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে জেলা প্রশাসক রেহেলা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমুখ।

বার্ষিক সাধারণ সভা

ম শেরপুর প্রতিনিধি

শেরপুর চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি আসাদুজ্জামান রওশন। শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব মো. হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন চেম্বার সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি মো. আরিফুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন পরিচালক গোপাল চন্দ্র সাহা, অজয় কুমার জয় চক্রবতী, বশিরুল ইসলাম সেলু, তৌহিদুর রহমান পাপ্পু, মহিউদ্দিন আহাম্মেদ মামুন, ইকরাম সেরনিয়াবাত, শেখ শোভন, খুরশীদ আলম মিঠু, রাজন সরকার, শুভ্র সাহা বাবন, ওয়ালিদ বিন লোটাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে