বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে মেসি, তৃতীয় ম্যারাডোনা

যাযাদি ডেস্
  ২০ মে ২০২৫, ১৭:২৪
আপডেট  : ২০ মে ২০২৫, ১৭:২৮
সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে মেসি, তৃতীয় ম্যারাডোনা
আইএফএফএইচএসের সর্বকালের সেরাদের তালিকায় শীর্ষে মেসি ছবি : সংগৃহীত

সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। এই তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি।

তালিকার দুইয়ে আছেন কালজয়ী ব্রাজিলের ফুটবলার পেলে। তৃতীয়স্থানে রয়েছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।

1

এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার পর্তুগীজ কিংবদন্তীও স্থান পেয়েছেন তালিকায়। চতুর্থ স্থানে রয়েছে তার নাম।

পাঁচে আছেন ডাচ ফুটবলের প্রতিভাবান নাম ইউহান ক্রুইফ। এর পরের দুটি স্থানে রয়েছেন রোনালদো নাজারিও (ব্রাজিল) ও জিনেদিন জিদান (ফ্রান্স)।

সেরা দশের বাকি তিনজন আর্জেন্টিনা, জার্মানি ও ব্রাজিলের। আটে রয়েছেন জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো নবম এবং ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো দশম।

জার্মানির লাইপজিগে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য একটি স্বীকৃত সংস্থা। এত তালিকাটি হাইব্রিড ভোটিংয়ের মাধ্যমে তারা তৈরি করেছে।

যেখানে ১০০ জন অফলাইন ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫% এবং অনলাইন বিশ্বব্যাপী ভক্তদের ভোটকে ৭৫% ওজন দেওয়া হয়েছে। বর্তমান সময়ের জনপ্রিয়তার পাশাপাশি অতীতের পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

আইএফএফএইচএস তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), পেলে (ব্রাজিল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন), রোনালদিনহো (ব্রাজিল)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে