সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান সংস্থা (আইএফএফএইচএস)। এই তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার লিওনেল মেসি।
তালিকার দুইয়ে আছেন কালজয়ী ব্রাজিলের ফুটবলার পেলে। তৃতীয়স্থানে রয়েছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী ডিয়েগো ম্যারাডোনা।
এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার পর্তুগীজ কিংবদন্তীও স্থান পেয়েছেন তালিকায়। চতুর্থ স্থানে রয়েছে তার নাম।
পাঁচে আছেন ডাচ ফুটবলের প্রতিভাবান নাম ইউহান ক্রুইফ। এর পরের দুটি স্থানে রয়েছেন রোনালদো নাজারিও (ব্রাজিল) ও জিনেদিন জিদান (ফ্রান্স)।
সেরা দশের বাকি তিনজন আর্জেন্টিনা, জার্মানি ও ব্রাজিলের। আটে রয়েছেন জার্মানির ডিফেন্সিভ জিনিয়াস ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। আর্জেন্টিনা ও স্পেনের হয়ে খেলা আলফ্রেদো ডি স্টেফানো নবম এবং ব্রাজিলিয়ান জাদুকর রোনালদিনহো দশম।
জার্মানির লাইপজিগে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বিশ্ব ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণের জন্য একটি স্বীকৃত সংস্থা। এত তালিকাটি হাইব্রিড ভোটিংয়ের মাধ্যমে তারা তৈরি করেছে।
যেখানে ১০০ জন অফলাইন ফুটবল বিশেষজ্ঞের ভোটকে ২৫% এবং অনলাইন বিশ্বব্যাপী ভক্তদের ভোটকে ৭৫% ওজন দেওয়া হয়েছে। বর্তমান সময়ের জনপ্রিয়তার পাশাপাশি অতীতের পারফরম্যান্সকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
আইএফএফএইচএস তালিকায় সর্বকালের সেরা ১০ ফুটবলার: লিওনেল মেসি (আর্জেন্টিনা), পেলে (ব্রাজিল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল), ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস), রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদান (ফ্রান্স), ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন), রোনালদিনহো (ব্রাজিল)।