সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আটঘরিয়ায় বৃষ্টি না হলেও কেটেছে দাবদাহ স্বস্তিতে মানুষ

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৮ মে ২০২৪, ০০:০০
আটঘরিয়ায় বৃষ্টি না হলেও কেটেছে দাবদাহ স্বস্তিতে মানুষ

পাবনার আটঘরিয়া ও এর আশপাশে এখন পর্যন্ত বৃষ্টি নেই। তবে গরমের দাবদাহ কেটে যাওয়ায় মানুষজন অনেকটাই স্বস্তিতে আছে। মাঝে মাঝে বইছে বাতাস। গত প্রায় তিন সপ্তাহ ভ্যাপসা গরম ও দাবদাহের পর ৬ এপ্রিল থেকে মেঘলাভাব ও স্বস্তির আবহাওয়া বিরাজমান। ৭ এপ্রিল দুপুর পর্যন্ত বৃষ্টি না হওয়ায় গরমের গুমোট ভাব এখনো বিরাজমান। এই এলাকায় মঙ্গলবার দুপুরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।

টানা প্রায় তিন সপ্তাহের প্রচন্ড গরম ও দাবদাহে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। এ সময় হিটস্ট্রোকে মানুষ এবং খামারের মুরগি মারাও গেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে খামারিরা। সে সময় খামারের চালে বিকল্প পথে পানির ঝরনা দিয়ে মুরগি রক্ষা করতে হয়েছে।

1

বর্তমানে সেই অবস্থা নেই। এই এলাকায় বৃষ্টি না হওয়ায় তাপমাত্রা বর্তমানে সহনীয় পর্যায়ে থাকলেও কাটছে না গরম। বৃষ্টির জন্য এই এলাকায় একাধিক স্থানে ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে