ভোলার জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান বলেছেন, ভোলায় প্রায় দুই লক্ষাধিক মানুষ রয়েছে যারা সব সময় বিভিন্ন দুর্যোগের সম্মুখিন হয়। তাদের বাদ রেখে জেলার সামগ্রিক উন্নয়ন সম্বব নয়। এরা অধিকাংশই জেলে মাছ শিকার করেই জিবিকা নির্বাহ করে আসছে। স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের পাশাপাশি সকল জিও এনজিও দের ও এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার সকালে গ্রামীন জন উন্নয়ন সংস্থার হল রুমে আয়োজিত (আরএইচএল) প্রকল্পের অবহিতকরন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। তিনি আরও বলেন, এখনই সময় জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় সবাইকে এগিয়ে আসা। পরিবেশ রক্ষায় সবাই একজোট হয়ে কাজ করলে আমরা সুন্দর ভাবে বাঁচতে পারব এবং এ সবুজে ঘেড়া দেশটাকে বাচিয়ে রাখা যাবে।
পলস্নী কর্ম সহায়ক ফাউন্ডেশনের গ্রীন ক্লাইমেন্ট ফান্ডের অর্থায়নে রেজিলিয়েন্ট হোমস্টেট এন্ড লাইভলিহুড সাপোর্ট টুদ্যা ভারনালেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পটির অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। গ্রামীন জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) ও পরিবার উন্নয়ন সংস্থা (এফডিএ) ভোলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বণ কর্মকর্তা ড. জহিরুল হক, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম খান, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক হাসান ওয়ারিসুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল, গ্রামীন জন উন্নযন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন ও জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা দেলোয়ার হোসেন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, গ্রামীন জন উন্নয়ন সংস্থার পরিচালক কর্মসুচি এন্ড লিগ্যাল অ্যাডভোকেট বীথি ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরেরকর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
উম্মুক্ত আলোচনায় অংশ নেন ঢাল চর ইউনিয়নের চেয়ারম্যান, আবদুস সালাম হাওলাদার, বোরহাউনউদ্দিন টবগি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম হাওলাদার, চ্যানেল টুয়ান্টি ফোর জেলা প্রতিনিধি সাংবাদিক আদিল হোসেন তপু, গ্রামীন জন উন্নয়ন সংস্থার প্রিন্সিপ্যাল অফিসার তানজিলা সুমি।