সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২
সিলেটে চোরাকারবারিসহ তিনজন আটক

শায়েস্তাগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

স্বদেশ ডেস্ক
  ১১ মে ২০২৪, ০০:০০
শায়েস্তাগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার
শায়েস্তাগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

সিলেটে ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ ছাড়া হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

সিলেট অফিস জানিয়েছে, সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ লাখ ৬৪ হাজার টাকার ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।

1

শুক্রবার সকালে নগরীর চৌহাট্টা ইদ্রিস মার্কেটের সামনের সড়কে চোরাচালানের একটি ট্রাক থেকে ১৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় দুইজন চোরাকারবারিকে আটক করা হয়। আটকরা হলেন মো. রুহেল আহমেদ (২৪) ও রবিউল ইসলাম (২৬)।

এসএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সিটিএসবি, মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

এ ছাড়া সিলেটে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টায় দলদলি চা বাগানস্থ একটি বাড়ি থেকে মাদক বিক্রেতা শংকর দাসকে (৪২) আটক করে। এ সময় তার বসতঘর তলস্নাশি করে এক কেজি ওজনের ২০০ পুরিয়া গাঁজা ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক শংকর দাস দলদলি চা বাগানের শিবা দাসের ছেলে।

অতিরিক্ত উপ পুলিশ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মহানগরের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরায় প্রাণ কোম্পানির শ্রমিক ফুলতারাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক স্বামী রফিক উলস্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে সদর থানার ওসি অজয় চন্দের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আটক রফিক ব্রাহ্মণডোরা গ্রামের হুরন মিয়ার ছেলে।

জানা গেছে, গত ৭ মে প্রাণের কারখানা থেকে বাড়ি ফেরার পথে রফিকের ছুরিকাঘাতে ফুলতারা আহত হয়। সিলেট ওসমানি মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর পরের দিন সে মারা যায়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে রফিক হত্যার ঘটনা স্বীকার করেছে। বৃহস্পতিবার বিকালে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। ফুলতারা ছড়িপুর গ্রামের বাসিন্দা মকসুদ আলীর মেয়ে। সম্প্রতি দাম্পত্য কলহের কারণে স্বামীর নামে মামলা করে ফুলতারা। এতে আদালত থেকে রফিকের ১ বছরের সাজা হয়। সে কয়েকমাস জেল খেটে জামিনে মুক্তি পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে