সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিতের অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  ১২ মে ২০২৪, ০০:০০
কেরানীগঞ্জে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিতের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। শুক্রবার উপজেলার দোলেশ্বর এলাকায় জ্বালানি প্রতিমন্ত্রীর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী আগানগর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী ও শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, 'বিদু্যৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীর বাসায় সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে আসার পথে ভিড়ের মধ্য থেকে এক যুবক হাবিব চেয়ারম্যানের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। পরে ওই যুবক দৌরে পালিয়ে যায়।

1

এ বিষয়ে শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মামুন-অর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে কেউ এ বিষয়ে কোনো অভিযোগ করেনি। উভয়পক্ষে এ নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে