স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ কর্মসূচির আওতায় চট্টগ্রামের রাউজানে বেওয়ারিশ কুকুর রাস্তাঘাট থেকে ধরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, স্বাস্থ্য অধিদপ্তরের এই বিশেষ কর্মসূচির আওতায় চট্টগ্রামের কর্ণফুলী, সাতকানিয়া ও রাউজানে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। গত ৭ মে থেকে শুরু করা এই কর্মসূচির শেষ দিন ছিল গতকাল ১১ মে। এদিন উপজেলা সদরের বিভিন্ন স্থানে এই কার্যক্রম চালানো হয়।
কর্মসূচি সম্পর্কে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধর বলেন, 'রাউজানে শনিবার পর্যন্ত সর্বমোট ২ হাজার ২৮৩টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিছু কুকুর ধরা না পড়ায় তাদের ভ্যাকসিনের আওতায় আনা যায়নি।'
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগজ্যাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব, স্বাস্থ্য কর্মকর্তা সুমন ধর, ওসি জাহেদ হোসেন, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, স্বপন দাশগুপ্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ প্রমুখ।