সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

ইবি প্রতিনিধি
  ১২ মে ২০২৪, ০০:০০
ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি

২০২২ সালের ৩১ জুলাই ফয়সাল সিদ্দিকী আরাফাতকে সভাপতি ও নাসিম আহমেদ জয়কে সাধারণ সম্পাদক করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ২৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় কমিটি।

দ্রম্নতই কমিটি পূর্ণাঙ্গ হওয়ার কথা থাকলেও ২১ মাসেও তা সম্ভব হয়নি। তবে শুক্রবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ১৯৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।

1

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এই পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ৭১, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১১, সাংগঠনিক সম্পাদক পদে ১১, সহ-সম্পাদক পদে ১৫ জনকে মনোনীত করা হয়েছে। কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় ও উপসম্পাদকীয় পদে ৮২ এবং সদস্য পদ পেয়েছেন ৭ জন।

কমিটির বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, 'দীর্ঘদিন পর ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী নিজেদের পরিচয় পেয়েছে। ইবি শাখার পক্ষ থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী কর্মসূচিতে সব নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে