নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০ কেজি গাঁজাসহ একটি ইজিবাইক জব্দ করেছের্ যাব-১১। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করের্ যাব। এ সময় ইজিবাইকে থাকা মাদক বহনকারী অজ্ঞাত ব্যক্তি পালিয়ে যায়।
এ ব্যাপারের্ যাব-১১ নরসিংদীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মুহাম্মদ সাহাদাৎ হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ওই সময়র্ যাবের টহল টিম নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় অবস্থানকালে গোপনে সংবাদ পায় যে, বিশনন্দী ফেরিঘাট হয়ে নরসিংদীর দিকে একটি বড় মাদকের চালান আসছে। এ সংবাদের ভিত্তিতে ফেরিঘাট এলাকায় তলস্নাশিকালে একটি ইজিবাইকে থাকা এক অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।
এ সময়র্ যাব ওই ইজিবাইকটি জব্দ করে এবং এতে থাকা প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা স্কচটেপে মোড়ানো অবস্থায় উদ্ধার করে।