সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সংবাদ সংক্ষেপ

  ১২ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

ভোট প্রার্থনা

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

1

নেত্রকোনায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র হেলিকপ্টার প্রতীকে ভোট প্রার্থনা করে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

শুক্রবার বিকালে হেলিকপ্টার প্রতীকের সমর্থনে সদর উপজেলার রৌহা ইউনিয়নবাসীর উদ্যোগে বিশাল শোডাউন হয়েছে। এলাকার শত শত কমী-সমর্থক হেলিকপ্টার প্রতীকের সমর্থনে ভোট চেয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম অধ্যাপক তফসির উদ্দিন খানের সুযোগ্য সন্তান মারুফ হাসান খান অভ্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে হেলিকপ্টার প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

\হ

প্রিমিয়ার লিগ

ম নড়াইল প্রতিনিধি

নড়াইলে পুলিশ প্রিমিয়ার লিগ-২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মাঠে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় খেলা। শুক্রবার পুলিশ লাইন মাঠে পুলিশ প্রিমিয়ার লিগে উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তারেক আল মেহেদী, এ সময় ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, আর আই, পুলিশ লাইন মো. আবুল হোসেন শেখ, প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আল আমিন, সাংবাদিক নুরুন্নবী সামদানী।

চেয়ারম্যান নির্বাচিত

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন শেরপুরের নকলার কৃতি সন্তান ঢাকার বিএসএমএমইউর বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মো. সোহরাব আলী। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরবিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-১ শাখা। অধ্যাপক ডাক্তার সোরহাব আলী ১৯৪৪ সালের ১৬ জুন শেরপুরের নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়নের চকপাঠাকাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাবা-মার একমাত্র সন্তান। বাবা মরহুম আহাম্মদ আলী ও মা মরহুমা সহিতুন নেছা ছিলেন রত্নগর্ভা গৃহীণি।

সেলাই মেশিন বিতরণ

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীতে হাসি ফোটাই সামাজিক, অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে ৮টি দুস্থ বিধবা পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে হাসি ফোটাই সংগঠনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শুক্রবার টঙ্গী বাজার মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি নাসিমুল হায়দার রাজিবের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল হক নাঈমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আজমত উলস্না খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত সাবেক সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভুঁইয়া।

জনসংযোগ অব্যাহত

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দিন যতই যাচ্ছে নির্বাচন ঘনিয়ে আসছে। প্রার্থীরা দিন-রাত ঘুম হারাম করে ভোটারদের মন জয় করতে ব্যস্ত সময় পার করছেন। এর রেশ ধরে শনিবার আসন্ন ২১ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে জাকারিয়া অ্যাপারেলস, জামুরিয়া ইউনিয়ন গুণগ্রাম, চানতারা, মালিবাগ ভোটারদের কাছে মোটর সাইকেল প্রতীককে জয়যুক্ত করতে ভোট প্রার্থনা করছেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. লোকমান হোসেন, এসময় সঙ্গে ছিলেন সাবেক পৌর মেয়র শহিদুজ্জামান খান, জাকারিয়া অ্যাপারেলসের ব্যবস্থাপক (অ্যাডমিন) এসএম সোহরাব হোসেন, জামুরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাল মিয়া।

মৌলিক প্রশিক্ষণ

ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি

রাজস্থলী উপজেলা রিসোর্স সেন্টারের আয়োজনে শনিবার থেকে উপজেলা রিসোর্স সেন্টারে শুরু হয়েছে ৬ দিনব্যাপী বিষয়ভিত্তিক (ইংরেজি) মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মাস্টার ট্রেইনার (ইংরেজি) রওশন শরীফ তানি এবং রাজস্থলী উপজেলা তাইতংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিপস্নব বিকাশ ত্রিপুরা ৬ দিনব্যাপী প্রশিক্ষণে মাস্টার ট্রেইনারের দায়িত্ব পালন করছেন।

পুষ্টি সপ্তাহের উদ্বোধন

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ উদ্বোধন করেছে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স কর্তৃপক্ষ। শনিবার স্বাস্থ্য কমপেস্নক্স সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামলী সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা রৌফ চৌধুরী। এছাড়াও সভায় ছিলেন সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার, স্বাস্থ্য কমপেস্নক্সের আরএমও ডা. নজরুল ইসলাম, উপজেলা ভ্যাকসিন টেনোলজিস্ট মো. বাহারাম হোসেন বাহার।

প্রযুক্তি মেলা

ম জয়পুরহাট প্রতিনিধি

'বিজ্ঞান ও প্রযুক্তি-উদ্ভাবনে সমৃদ্ধি'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ৪৫তম বিজ্ঞান মেলা শুরু হয়েছে। শনিবার কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। এ সময় ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক তৃপ্তি কনা মন্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, কালেক্টরেট বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক মাহবুবুল আলমসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

পথনাটক উৎসব

ম শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী আনন্দমেলা ও পথনাটক উৎসব শুরু হয়েছে। নাট্যপ্রেমী শিক্ষার্থীদের সংগঠন 'দিক থিয়েটারের' রজতজয়ন্তী উপলক্ষে দ্বিতীয় পর্বে এই উৎসবের আয়োজন করা হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ভবনের সামনে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন ও সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ডক্টর জায়েদা শারমিন। এ সময় ছিলেন উৎসবের আহ্বায়ক ও সংগঠনের আজীবন সদস্য সুমন মাহমুদ, সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি রাকিব হাসান, কোষাধ্যক্ষ নন্দনা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক অবন্তিকা দে।

মতবিনিময় সভা

ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

দুপচাঁচিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আহম্মেদুর রহমান বিপস্নব (মোটর সাইকেল প্রতীক) তালোড়ায় অটোচার্জার ও ব্যাটারী চালিত অটোচার্জার ভ্যানচালকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। শুক্রবার তালোড়া রেলঘুমটি এলাকায় তালোড়া-দুপচাঁচিয়া অটোচার্জার চালক সমিতির সভাপতি আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিল সাবু প্রামাণিকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম নজু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইমরুল খন্দকার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান চৌধুরী রনি।

শ্রেষ্ঠ শিক্ষক

ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

\হজাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ দিনাজপুর জেলার পার্বতীপুর খোলাহাটি কলেজের শ্রেণি শিক্ষক প্রদীপ কুমার দাস জেলায় শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছেন। জানা গেছে, দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের এক পত্রের মাধ্যমে জেলার পার্বতীপুর খোলাহাটি কলেজের শ্রেণি শিক্ষক প্রদীপ কুমার দাসকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ কলেজ পর্যায়ে জেলায় শ্রেষ্ঠ হবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ এ পার্বতীপুর উপজেলায় (কলেজ পর্যায়ে) খোলাহাটি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেন।

প্রশিক্ষণ কর্মাশালা

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্যদের এসওডি-এর আলোকে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালী করার লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা ব্যবস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তারের সভাপেিতত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম-সচিব, পরিচালক মো. আব্দুলস্নাহ আল-মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাবেক উপ-পরিচালক একেএম ইদ্রিস আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান।

অবহিতকরণ সভা

ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বিশ্বম্ভরপুরে উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে পরিবার পরিকল্পনা গ্রহণে সন্তুষ্টি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বাদাঘাট দক্ষিণ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এতে সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. বিভাগের ডাক্তার আব্দুলস্নাহ আল মাহমুদ রাসেল। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সিরাজুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য ও প.প. বিভাগের সহকারী পরিচালক ডাক্তার দেবাশীষ শর্মা, বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো. ছবাব মিয়া, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ।

সমাবেশ অনুষ্ঠিত

ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ২১ মে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতীকের লোকমান হোসেনের ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে কেন্দ্র কমিটি প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আব্রাসস ড্রিম হাউজে এ সমাবেশ জামুরিয়া ইউপি চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শহিদুল ইসলাম খান হেস্টিংসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, অন্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়াসহ অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে