শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

স্বদেশ ডেস্ক
  ১৪ মে ২০২৪, ০০:০০
পাবনায় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ আল মামুন -যাযাদি

আগামী ২৯ মে তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে স্ব-স্ব এলাকার রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ দেন। আমাদের আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

রাজশাহী অফিস জানায়, সোমবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও রিটার্নিং অফিসার সরকার অসীম কুমার রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলার ৩৩ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের সময় উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্‌ মোহাম্মদ হাসনাত ও মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা।

রিটার্নিং অফিসার সরকার অসীম কুমার জানান, পবা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৪ জন। চেয়ারম্যান পদে ওয়াজেদ আলী খান পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, ফারুক হোসেন ডাবলু আনারস, এমদাদুল হক এমদাদ ঘোড়া, সাইফুল বারী ভুলু কাপ পিরিচ, আব্দুর রশিদ দোয়াত-কলম ও ডেভিড রিচার্ড মুর্মু হেলিকপ্টার প্রতীক পেয়েছেন।

এছাড়াও পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ফরিদুল ইসলাম রাজু টিউবওয়েল, শহিদুল ইসলাম বই, কামরুজ্জামান টিয়া পাখি, নাজমুল ইসলাম তালা, রফিকুল ইসলাম উড়োজাহাজ, সরওয়ারে আলম মানিক গ্যাস সিলিন্ডারের, প্রদীপ কুমার সাহা মাইক ও আসাদুজ্জামান আসাদ চশমা প্রতীক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরজিয়া বেগম কলস, মোসা. হাসিনা খাতুন ফুটবল, চেনবানু হাঁস ও পপি খাতুন বৈদু্যতিক পাখা প্রতীক পেয়েছেন।

রিটার্নিং অফিসার সরকার অসীম কুমার আরও জানান, মোহনপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ৫ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৫ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে এনামুল হক ঘোড়া, আল-মোমিন শাহ গাবরু কাপ পিরিচ, আলমগীর মূর্শেদ রঞ্জু মোটর সাইকেল, মেহেবুব হাসান রাসেল দোয়াত-কলম, আফজাল হোসেন বকুল আনারস প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিন-বিলস্নাহ টিউবওয়েল, খোন্দকার মশিউর রহমান উড়োজাহাজ, হাবিবুর রহমান মিঠু তালা, আব্দুর রউফ টিয়া পাখি, কবির হাসান চশমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবিয়া খাতুন শিমা কলস, সানজীদা রহমান প্রজাপতি, ডলি আক্তার ফুটবল, পলি রানী সেলাই মেশিন, হাবিবা বেগম পদ্মফুল।

পাবনা প্রতিনিধি জানান, পাবনার তিনটি উপজেলা চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রার্থীদের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুলস্নাহ আল মামুন এই প্রতিক বরাদ্দ করেন।

এতে পাবনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে আবু সাঈদ খান হেলিকপ্টর, কামিল হোসেন কাপ-পিরিচ, মোশারোফ হোসেন ঘোড়া, রফিকুল ইসলাম রুমন আনারস এবং সোহেল হাসান শাহীন পেয়েছেন মোটর সাইকেল প্রতীক। আটঘরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তানভীর ইসলাম মোটর সাইকেল এবং সাইফুল ইসলাম ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। আর ঈশ্বরদী উপজেলা পরিষদ নির্বাচনে আবুল কালাম আজাদ মিন্টু মোটর সাইকেল, এমদাদুল হক রানা আনারস এবং জাহাঙ্গীর আলম সিদ্দিকী ঘোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন।

উলেস্নখ্য, পাবনার তিন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ভাইস-চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সকালে ২৩ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিলস্না ও রিটার্নিং অফিসার (কচুয়া ও ফরিদগঞ্জ) মোজাম্মেল হোসেন। এ সময় চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন উপস্থিত ছিলেন।

নির্বাচনে কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দের পর নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণা নেমেছেন এই দুই উপজেলার প্রার্থীরা।

এর আগে, রোববার এই দুই উপজেলায় ৩ জন চেয়ারম্যান প্রার্থী ও দুইজন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন।

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার ডুমুরিয়ায় চেয়ারম্যান পদে ৩ জনসহ ১০ প্রার্থীর প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুসেইন খান এ প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেলেন যারা- চেয়ারম্যান পদে এজাজ আহমেদ (ঘোড়া) মো. মুনিমুর রহমান নয়ন (আনারস) ও আজগর বিশ্বাস তারা (মোটর সাইকেল) এবং ভাইস চেয়ারম্যান পদে গাজী আব্দুল হালিম (টিয়া পাখি), গোবিন্দ ঘোষ (তালা), অভিজিৎ রায় (টিউবওয়েল) ও শেখ শাহিনুর রহমান (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শারমিনা পারভীন রুমা (কলস), শোভা রানী হালদার (প্রজাপতি) ও শিলা রানী মন্ডল (ফুটবল)।

কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খুলনা ও রিটার্নিং অফিসার নাজমুল হুসেইন খান প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন। চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম পেয়েছেন আনারস, জিএম মোহসিন রেজা মোটর সাইকেল ও অ্যাডভোকেট অনাদী সানা ঘোড়া প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কমলেস কুমার সানা টিয়া পাখি, আরাফাত হোসেন টিউবওয়েল, মেহেদী হাসান তালা, শেখ আব্দুর রশিদ বই, এসএম আব্দুর রাজ্জাক চশমা, দিলিপ কুমার বৈরাগী বৈদু্যতিক বাল্ব, আব্দুর রব খোকন পালকী, শফিকুল ইসলাম মোল্যা উড়োজাহাজ ও দিদারুল ইসলাম মাইক প্রতীক পেয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নাসিমা আলম হাঁস, নিলিমা রানী চক্রবর্তী ফুটবল ও আয়শা খাতুন কলস প্রতীক পেয়েছেন।

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে ১৬ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে ১৪ প্রার্থীকে প্রতীক দেওয়া হয়।

মোট ৬টি ইউনিয়ন পরিষদ নিয়ে গড়া মফস্বলের এই জনপদে মুশফিউল আলম আজাদ কৈ মাছ, বর্তমান ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম আনারস, মাহফুজুল আলম মাহফুজ মোটর সাইকেল এবং ইকরামুল মজিদ চৌধুরী শাকিল ঘোড়া প্রতীক পান।

অপরদিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল মতিন বই, নোমান মোলস্না উড়োজাহাজ, আরিফ মিয়া টিয়া পাখি, রাসেল আহমেদ চশমা, মানিক মোহন দাশ টিউবওয়েল, কাউছার আহমেদ মাইক, রাজিব কান্তি রায় তালা।

এছাড়াও ভাইস চেয়াম্যান (মহিলা) পদে নাঈমা আক্তার সুমি প্রজাপতি, প্রিয়া বেগম ফুটবল, আলেয়া বেগম হাঁস, তানিয়া আক্তার কলস পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে