শাবির নির্মাণাধীন লেক থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। এ ছাড়া জামালপুরের বকশীগঞ্জে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে জিপিএ-৫ পাওয়া এক শিক্ষার্থী। অন্যদিকে, জেলার মেলান্দহে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ও চট্টগ্রামের রাউজানে আম পাড়তে উঠে বিদু্যৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
শাবি প্রতিনিধি জানান, সিলেটের শাহজালাল বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নির্মাণাধীন লেক থেকে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে লাশ উদ্ধার করা হয় বলে জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
নিহত শ্রমিকের নাম আলমগীর মিয়া (৩৫)। তিনি নগরীর বিমানবন্দর থানার লাখাউরা এলাকার মৃত বারিক মিয়ার ছেলে।
প্রক্টর বলেন, নিহত শ্রমিক ফুডকোর্টের পাশে লেকের উন্নয়ন কাজ করছিলেন। সেখানে বিদু্যতের লাইন রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদু্যতিক শকে তার মৃতু্য হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি বলেন, নিহতের শ্রমিকের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে। এ ছাড়া এ ঘটনার তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. মুশতাক আহমেদকে প্রধান করে ৫ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে ভাইয়ের বাসায় বেড়াতে এসে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে রিফাত মিয়া (১৬) এক এসএসসি পরীক্ষার্থীর মৃতু্য হয়েছে। রিফাত শেরপুর সদর উপজেলার দিঘার পাড় এলাকার আব্দুল হালিম সরকারের ছেলে। বুধবার বকশীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের পুকুরে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিফাত এ বছর শেরপুর ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে দুই দিন আগে বড় ভাই বকশীগঞ্জ থানার উপপরিদর্শক লাভলু মিয়ার বাসায় বেড়াতে আসে। বুধবার দুপুরে তার চার বন্ধুকে নিয়ে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুব দিয়ে আর না উঠলে বন্ধুরা তাকে খুঁজতে থাকে। এক পর্যায়ে তারা চিৎকার দিলে স্থানীয়রা আসেন এবং বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেওয়া হয়। পরে জামালপুর ডুবুরি দল এসে দুই ঘণ্টা পর পানির নিচ থেকে রিফাতের নিথর মরদেহ উদ্ধার করে।
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের মেলান্দহে লায়লা বেগম (৩৮) নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে তার শ্বশুরবাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন।
নিহত লায়লা খাবুলিয়া এলাকার রফিকুল ইসলামের প্রবাসী ছেলে রকিবুল ইসলামের স্ত্রী ও ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেংগানিয়া গ্রামের আছর উদ্দিন (ভগলু) মন্ডলের মেয়ে।
জানা গেছে, প্রায় বিশ বছর পূর্বে লায়লা বেগমের সঙ্গে রকিবুলের বিয়ে হয়। মঙ্গলবার দিনগত রাত ৩টায় লায়লার ২ বছরের ছোট মেয়ে দীর্ঘসময় কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে শ্বশুর রফিকুল অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে লায়লাকে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা মরদেহ মাটিতে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে।
মেলান্দহ থানার ওসি তদন্ত কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের রাউজানে ১১ হাজার কেবি ভোল্টের সঞ্চালন লাইনের নিচে থাকা গাছ থেকে আম পাড়তে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এয়াকুব নামে এক যুবকের মৃতু্য হয়েছে। নিহত যুবক উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মইশকরম গ্রামের মৃত নুরুল ইসলাম খাঁ'র ছেলে।
স্থানীয়রা বলেন, এয়াকুব বাড়ির পাশের একটি দোকানে মুরগি বিক্রি করতেন। বুধবার সকালে ওই দোকানের সঙ্গে থাকা আমগাছ থেকে টিনের চালে উঠে একটি লোহার দন্ড নিয়ে আম পাড়ছিলেন। এ সময় লোহার দন্ডটি বিদু্যৎবাহী সঞ্চালন লাইনে লেগে তিনি বিদু্যতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।