শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বদরগঞ্জ ও তারাগঞ্জে চেয়ারম্যান পদে দুইজনের হ্যাটট্রিক

তারাগঞ্জ ও বদরগঞ্জ প্রতিনিধি
  ০৭ জুন ২০২৪, ০০:০০
বদরগঞ্জ ও তারাগঞ্জে চেয়ারম্যান পদে দুইজনের হ্যাটট্রিক

রংপুরের বদরগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে হ্যাটট্রিক করে জয়ী হয়েছেন উপজেলা আওয়ামী লীগ শাখা সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সুইট (কাপ-পিরিচ) ও তারাগঞ্জের আনিসুর রহমান লিটন (দোয়াত-কলম)।

নির্বাচন অফিস জানিয়েছে, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সুইট (কাপ-পিরিচ) ৬১ হাজার ৫৬৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসান তবিকর চৌধুরী পলিন (মটর সাইকেল) ৪৫ হাজার ৮১৬ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন রুবিনা আক্তার সাবু।

1

এদিকে, তারাগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে আনিসুর রহমান লিটন (দোয়াত-কলম) ৪১ হাজার ৭৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম জাপার শাহীনুর রহমান মার্শাল (মটর সাইকেল) ২৫ হাজার ১৮৬ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান খায়রুল ইসলাম (গ্যাস সিলিন্ডর) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোকারামা খাতুন (ফুটবল) বিজয়ী হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে