রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বিদু্যৎস্পৃষ্টে ও পানিতে ডুবে আরও দুই মৃতু্য

শিবপুরে মামলার সাক্ষী ও গৌরীপুরে চাচাকে হত্যা

স্বদেশ ডেস্ক
  ১১ জুন ২০২৪, ০০:০০
শিবপুরে মামলার সাক্ষী ও গৌরীপুরে চাচাকে হত্যা
শিবপুরে মামলার সাক্ষী ও গৌরীপুরে চাচাকে হত্যা

নরসিংদীর শিবপুরে মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিক, ময়মনসিংহের গৌরীপুরে চাচাকে মারধরে হত্যা করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ভাতিজার বিরুদ্ধে। এ ছাড়াও জামালপুরের বকশীগঞ্জে বিদু্যৎস্পৃষ্ট হয়ে এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পানিতে ডুবে আরও দুজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত ডেস্ক রিপোর্র্ট-

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার রাতের কোনো একসময় উপজেলার চক্রদা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের মাঠ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে এবং দুই সন্তানের জনক।

1

জানা গেছে, ২০১৪ সালে নিহতের প্রতিবেশী চাচাতো ভাই জালাল ও খোরশেদ আলম নামে আপন দুই ভাইকে হত্যা করা হয়েছিল। আর ওই হত্যা মামলার সাক্ষী ছিলেন আহমদুল কবির। এরই জের ধরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের।

নিহতের ছোট ভাই লেলিন বলেন, 'রোববার রাত ১২টার দিকে কয়েকজন লোক এসে ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সোমবার সকালে শুনতে পাই আমার ভাইয়ের লাশ পরে আছে স্কুল মাঠে। পূর্বশ্রম্নতার জেরেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে।'

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ বলেন, ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে, তা তদন্ত করার পর জানা যাবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গৌরীপুরে চাচা আব্দুল বারেক হাদিস (৬৮) নামে এক বৃদ্ধকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ভাতিজা শাকিব উলস্নাহ (৩২) ও অপর ভাতিজা রাজিবউলস্নাহর (২৮) বিরুদ্ধে। গত ৪ জুন মধ্যরাতে মারধরের ঘটনাটি ঘটে উপজেলার মাওহা ইউনিয়নের তাতিরপায়া গ্রামে। মারধরে গুরুতর আহত চাচা আব্দুল বারেক হাদিস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা যান। এর আগে মারামারির ঘটনায় গৌরীপুর থানায় নিহতের ছেলে আনোয়ার (২০) বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। নিহত আব্দুল বারেক হাদিস মাওহা ইউনিয়নের তাতিরপায়া গ্রামের মৃত শাহনেওয়াজের ছেলে। হত্যাকারী শাকিব উলস্নাহ (৩২) নিহতের আপন ভাই আব্দুল মোতালেবের ছেলে।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে গরুর গোসল করাতে গিয়ে বিদু্যৎস্পৃষ্ট হয়ে রেজেনা বেগম (৪২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃতু্য হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে নিলাখিয়া ইউনিয়নের দক্ষিণ কুশল নগর গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ রেজেনা বেগম দক্ষিণ কুশল নগর গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নদীতে মাছ ধরতে গিয়ে এক জেলের মর্মান্তিক মৃতু্য হয়েছে। মারা যাওয়া ওই জেলের নাম ঝন্টু মাঝি (৩৬)। তিনি ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের সামছুল হকের ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার ভোরে ঝন্টু দুধকুমার নদের সোনাহাট ব্রিজের উত্তর পাশে জাল দিয়ে মাছ ধরতে যান। অন্যদিকে সকাল ৮টায় আব্দুল মান্নান নামে এক ব্যক্তি মাছ ধরতে জাল ফেলে নদের পানিতে নামলে ঝন্টুর ডুবন্ত লাশ তার পায়ে লাগে। তিনি বিষয়টি এলাকাবাসীকে জানান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে