রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আখাউড়ায় প্রধান শিক্ষকের অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১১ জুন ২০২৪, ০০:০০
আখাউড়ায় প্রধান শিক্ষকের অনিয়ম স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছয়গড়িয়া শাহআলম উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার সকালে উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়গড়িয়া গ্রামে স্কুল সংলগ্ন সড়কে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে কমিটির সদস্য, জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সদস্য মো. তাজুল ইসলাম, কমিটির সদস্য আবুল বাশার, সাবেক সদস্য সহিদ মিয়া (মেম্বার), আবু তাহের প্রমুখ।

1

অভিযোগের বিষয়ে জানতে চাইতে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোছা. সেলিনা বেগম বলেন, আমি যাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছি, তারা উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন করে অভিযোগ করছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা।

জানতে চাইলে বিদ্যালয়ের বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ চারটি পদ শূন্য আছে। বার বার তাগিদ দেওয়া সত্ত্বেও প্রধান শিক্ষক সভা আহ্বান করেন না। দ্রম্নত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। কিন্তু তিনি কমিটিকে সহযোগিতা করছেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে