রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ভূমিসেবা সপ্তাহ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা

স্বদেশ ডেস্ক
  ১১ জুন ২০২৪, ০০:০০
ভূমিসেবা সপ্তাহ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা
বাগেরহাটের চিতলমারীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ইউএনও আসমত হোসেন -যাযাদি

'স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক'- এই প্রতিপাদ্যকে সামনে তুলে ধরে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকালের্ যালি ও পরে ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনিচুর রহমান, উপসহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন, মেহেদী হাসান, আ. জব্বার, ফাতেমা তুজ জোহরা মিলি, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা, নাজির রুবিয়া আক্তার প্রমুখ।

1

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, চকরিয়ায় সপ্তাহ উপলক্ষে সেবা গ্রহীতাদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চিরিঙ্গা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আবুল মনসুরের সঞ্চালনায় চকরিয়া এসিল্যান্ড এরফান উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী। বিশেষ অতিথি ছিলেন ইউএনও ফখরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন, চকরিয়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মাসউদ মোরশেদ, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইবনে আমিন, কাকারা ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার আব্দুল জব্বার প্রমুখ।

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের ইসলামপুর সদর ইউনিয়নে পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা সোলাইমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড সাঈদ মোহাম্মদ ইব্রাহিম। ইসলামপুর সদর ইউপি মেম্বার রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলার সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার সামিউল হক, সাব-রেজিস্ট্রি অফিসের সাবেক সভাপতি ফজলুল হক, ইসলামপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন প্রমুখ।

দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দাউদকান্দিতে উপজেলা মিলনায়তনে এসিল্যান্ড জিয়াউর রহমানের সঞ্চালনায় ও ইউএনও আরাফাতুল আলমের সভাপতিত্বে আলোকপাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব, কুমিলস্না উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএস সুমন সরকার প্রমুখ।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড মাহমুদুল হাসান, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুজ্জামান, ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, আসাদুজ্জামান ভুট্টু, সদের আলী ও সাজ্জাত হোসেন প্রমুখ।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে এসিল্যান্ড আশিক-উর-রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওমর ফারুক, মহিলাবিষয়ক কর্মকর্তা রেহেনা বেগম, পলস্নী দারিদ্র্যবিমোচন কর্মকর্তা ইউনুস মিয়া, নির্বাচন কর্মকর্তা মোমিনুর জাহান, সমবায় কর্মকর্তা বিলস্নাল হোসেন, পলস্নী উন্নয়ন কর্মকর্তা কাজী মাহমুদুল হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা দেলোয়ার হোসেন সামি প্রমুখ।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের চিতলমারীতে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার সকাল সাড়ে ১০টায় ভূমি অফিস চত্বরে এ ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে উপজেলা সহকারী কমিশনার বেতবতী মিস্ত্রীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসমত হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ ইকরাম হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল পারভেজ, যুবউন্নয়ন কর্মকর্তা সোহরাব হোসেন, সদর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন শেখ প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিবর্গ ও সেবা গ্রহণ কারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে