রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিমলায় মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ১২ জুন ২০২৪, ০০:০০
ডিমলায় মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারীর ডিমলায় ব্যক্তিগত জমির মালিকানা বহাল ও প্রায় ৭০০ স্থানীয় কৃষকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় কয়েক হাজার ভুক্তভোগী কৃষক।

মঙ্গলবার সকালে উপজেলার কুটির ডাঙ্গা এলাকায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

1

এতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন, আলিম উদ্দিন, জাহিদুল ইসলাম, আলম মিয়া, তইবুল ইসলাম, স্বপন মিয়া প্রমুখ।

এ সময় তারা বলেন, স্বধীনতার পূর্বে খাদ্য চাহিদা পূরণের নিশ্চতায় তিস্তা বাঁধ ও সেচ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১৯৬৭-৬৮ সালে হুকুম দখলে ১০৪.২৫ একর জমি অধিগ্রহণ করে। বুড়ি তিস্তায় পানি মজুত রাখার জন্য ১৪টি জল কপাটবিশিষ্ট একটি ব্যারাজ নির্মাণ করে মজুতকৃত পানি খরিপ মৌসুমে কৃষি জমিতে সেচ কাজে ব্যবহারের জন্য বাঁধের দুই প্রান্তে দুটি ক্যানেল খনন করা হয়।

পরে ২০১০ সালে ব্যক্তিগত স্বার্থে পাউবো থেকে ইজারা নিয়ে তুষুকা নামক ঠিকাদারি প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা শুরু করে। বাধা প্রদান করলে ঠিকাদারি প্রতিষ্ঠান ওই এলাকার গরিব নিরীহ অসহায় ৭০০ কৃষকের নামে মিথ্যা মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে