মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ভস্মীভূত

পাবনা প্রতিনিধি
  ২১ জুন ২০২৪, ০০:০০
পাবনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাস ভস্মীভূত

পাবনার ঈশ্বরদীতে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মাইক্রোবাসসহ কয়েকটি ঘর ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী সরদারপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস গ্রিনসিটি স্টেশন লিডার জহুরুল ইসলাম জানান, চরগড়গড়ী সরদারপাড়া গ্রামের সেলিম রেজা মন্ডল বেলা সাড়ে ১১টার দিকে তার বাড়ির সামনে রাখা মাইক্রোবাসটির ইঞ্জিল চালু করার সঙ্গে সঙ্গে আগুন ধরে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাস ও বাড়ির কয়েকটি ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এতে আহত হন মাইক্রোবাসের মালিক সেলিম রেজা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

1
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে