বগুড়া, নাটোর, বাগেরহাটের ফকিরহাট, গাজীপুরের শ্রীপুর, কুষ্টিয়ার ভেড়ামারা, দিনাজপুরের বিরামপুর ও বরগুনার তালতলীতে সড়ক দুর্ঘটনায় নারীরসহ ৯ জন নিহত হয়েছেন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, বগুড়া জানান, বগুড়া-নওগাঁ সড়কে রোববার সকালে বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুর বাজার এলাকায় বাসচাপায় গৃহবধূসহ দুই পথচারী নিহত হয়েছেন। তারা হলেন-রত্না বোগম (৩৫) ও সৈকত আহম্মেদ টুনু (২২)। পুলিশ জানায়, গৃহবধূ রত্না ঈদে কাহালুতে তার বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার শ্বশুরবাড়ি গাবতলি উপজেলায়। অপরদিকে উপজেলার লোহাজাল গ্রামের দুধ বিক্রেতা সৈকত রাস্তার ফুটপাতের ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় নওগাঁগামী একটি বাস দ্রম্নতগতিতে এসে ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।
নাটোর প্রতিনিধি জানান, নাটোর শহরের চৌধুরী পরিবারের মেজ ছেলে এম এ খান চৌধুরী ওরফে মজনু চৌধুরী (৭১) রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি নাটোরের হুরুম চৌধুরীর ছেলে ও সাজেদুর রহমান খান বুড়া চৌধুরীর মেজ ভাই। রোববার দুপুরে নাটোর শহরতলীর দিঘাপাতিয়া উত্তরা গণ ভবন সংলগ্ন নাটোর-বগুড়া মহাসড়কে মোটর সাইকেল, অটোরিকশা ও বিআরটিসি বাসের ত্রিমুখী সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রম্নত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিশ্বরোডে একটি পরিবহণ বাসচাপায় জামিল শেখ (৫০) নামের একজন মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শেখ জামির আলী (৫০) উপজেলার আট্টাকী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে ও সৈয়দ মহলস্না খোদেজা খাতুন সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে ঈদে বাবার বাড়ি যাওয়ার পথে অটোরিকশা থেকে ছিটকে পড়ে দুর্ঘটনায় আহত সুবর্ণা আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। এর আগে শুক্রবার দুপুরের দিকে পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি-লিচুবাগান আঞ্চলিক সড়কের লিচুবাগান এলাকায় দুর্ঘটনাকবলিত হন তিনি। সুবর্ণা আক্তার (৩৫) শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নূরুল হকের মেয়ে। তার স্বামীর বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী গ্রামের মো. শামীমের স্ত্রী।
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারার হাওখালি ও ভাঙ্গাপুলে পৃথক সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভেড়ামারা থানা শাখার সাবেক সভাপতি ও ধরমপুর মালিথা পাড়ার একতার আলী ছেলে তুহিনুর রহমান তুহিন (২৫) ও উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামের হারা মালিথার ছেলে আব্দুস সালাম (৫০)। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার রাতে ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কে হাওখালি নামক স্থানে পৌঁছলে মিনি ট্রাকের সঙ্গে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে তুহিনুর রহমান তুহিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।অপরদিকে বাইসাইকেলযোগে আব্দুস সালাম আলস্নারদর্গা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা দ্রম্নতগামী একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুস সালাম গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তালতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার তালতলীতে বেপরোয়া গতির অটোরিকশার চাপায় নূরু জোমাদ্দার (৪৮) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার ছোট ভাইজোড়া এলাকার মৃত সুলতান জোমাদ্দারের ছেলে নূরু জোমাদ্দার।
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুর জেলার বিরামপুরে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে অপর মোটর সাইকেলের চালক উপজেলার হানুরুন অর রশিদ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক উপজেলার জোতবানি ইউনিয়নের আমাইল গ্রামের আসরাফ আলির ছেলে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শিরা জানান, রোববার দুপুরে হারুন অর রশিদ একটি দাওয়াতে যোগ দিতে বাড়ি থেকে মোটর সাইকেল নিয়ে তিলনা মোড়ের দক্ষিণ পার্শ্বে কবরস্থানের সামনে এলে বিপরীদমুখী একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে হারুন অর রশিদ রাস্তার পার্শ্বে ছিটকে পড়ে রক্তাক্ত আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এ সময় স্থানীয়রা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে মৃত ঘোষণা করেন।