বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্বদেশ ডেস্ক
  ২৪ জুন ২০২৪, ০০:০০
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দিনাজপুরের কাহারোলে বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে ফুলেল শ্রদ্ধা জানান হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মনোরঞ্জনশীল গোপাল -যাযাদি

নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'পস্নাটিনাম জয়ন্তী' উদযাপন করা হয়েছে। রোববার কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, গাছের চারা রোপণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

খুলনা অফিস জানায়, খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক। এ সময় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সাবেক সম্পাদক মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায় ও বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ।

1

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম টুটুলের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অ্যাড. আইয়ুব আলী মুন্সি, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. আনোয়ার হোসেন, কাউন্সিলর আলী আকবর টিপু, মো. শাহজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, শেখ মো. জাহাঙ্গীর আলম, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, হাফেজ মো. শামীম, নুর মোহাম্মদ শেখ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তানভীর হাসান ছোট মনির এমপি, সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ এমপি, সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান খান সোহেল, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য মামুনুর রশীদ মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ফারুক হোসেন মানিক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।

গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে কর্মসূচির নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। কর্মসূচিতে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমানা আলী টুসি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, আখতারুজ্জামান এমপি।

এদিকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দর্ যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করেছে। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশিক বিশ্বাস, সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমানসহ ফোরামের সকল নেতা এবং বাউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরার্ যালিতে অংশ নেন।

ফেনী প্রতিনিধি জানান, ফেনীতে এ উপলক্ষে মহিলাদের কর্মমুখী করার লক্ষ্যে সেলাই মেশিন, শিক্ষার্থীদের গাছের চারা ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধায় আওয়ামী লীগের

দলীয় কার্যালয়ে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সহ-সভাপতি শহিদুল ইসলাম আবু, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, কাউন্সিলর কামাল হোসেন, তানজিমুল ইসলাম জামিল, শফিকুল ইসলাম, সাইফুল আলম সাকা, মোশাররফ হোসেন দুলাল, সমীরণ কুমার সরকার, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সরদার মো. শাহীদ হাসান লোটন, মোস্তাক আহমেদ রঞ্জু, শাহ আশরাফ কবীর, শাহ আশরাফ কবীর, আব্দুল লতিফ, মোসাদ্দেক হোসেন মামুন, শিমুল প্রমুখ।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে আনন্দর্ যালিতে অংশ নেয় কয়েক হাজার নেতাকর্মী। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুলস্নাহ আল কায়সার হাসনাত প্রধান।

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। বিশেষ অতিথি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ বাদল।

এছাড়াও মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বারদী ইউপি চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দুমকির অনুষ্ঠানে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, সৈয়দ গোলাম মর্তুজা, মজিবুর রহমান মাস্টার, সম্পাদক শাহজাহান আকন সেলিম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সহিদুল ইসলাম প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. এ এস এম নাজমুল হক সাগর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা উপজেলা কৃষক লীগের সম্পাদক মশিউর রহমান পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সম্পাদক আসিফ ইকবাল অনিক প্রমুখ।

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির দীঘিনালায়র্ যালি শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাশেম, সম্পাদক বিদু্যৎ বরণ চাকমা, সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি নিউটন মহাজন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সীমা দেওয়ানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি জানান, শিবগঞ্জের বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরী, হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম, সোহেল আক্তার মিঠু, সাহাব উদ্দিন শিবলী, আমিনুল হক দুদু, সোহেল রানা মিন্টু, ছাত্রলীগ নেতা আবু রায়হান, সিজান।

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক। আরও উপস্থিত ছিলেন মাধবদী শহর আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আ. আহাদ, পৌর কাউন্সিলর হেলাল উদ্দীন, গৌতম ঘোষ, হায়দার আলী, নরসিংদী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি আরিফ হোসেন, মাধবদী শহর যুবলীগের সহসভাপতি শংকর দেবনাথ, শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান, সহসভাপতি সামস্‌ সুমন প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর নিয়ামতপুরে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জাহিদ হাসান বিপস্নবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সভাপতি আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইশ্বর চন্দ্র বর্মণ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলনসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।

শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজিরের সভাপতিত্বে ও সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোলস্না। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফেরদৌসী ইসলাম, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, ভাইস চেয়ারম্যান ইফতেখারউদ্দিন খান নিপুণ, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা সুলতানা প্রমুখ।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আম্বিয়া খাতুন, সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের উজিরপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে ও প্রচারণা সম্পাদক উত্তম কুমার হালদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম শিপন মোলস্না, মোর্শেদা পারভীন, অধ্যক্ষ শাহাদাত হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিচুর রহমান নয়ন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হোসেন সবুজ, বামরাইল ইউপি চেয়ারম্যান ইউছুব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সম্পাদক জালিছ মাহমুদ শাওন প্রমুখ।

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি জানান, বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান যতীন্দ্র নাথ মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, হাফিজা ইয়াসমিন প্রমুখ।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলালের সভাপতিত্বে ও সম্পাদক আক্কাছ আলী প্রামাণিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, মাজেদুর রহমান মাজেদ, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, নাজমুল হক নাদিম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহদী মসনদ স্বরূপ, সম্পাদক হুমায়ুন কবির সোহাগ, যুবলীগের সম্পাদক রাফিউল ইসলাম প্রমুখ।

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের মধুপুরে কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নাসির উদ্দিন খান, সহসভাপতি আক্তার হোসনে খান, যুগ্ম সম্পাদক সাদিকুল ইসলাম, সংগাঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক সরকার, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন, যুবলীগের আহ্বায়ক খ. আলমগীর হোসেন শিমুল, ছাত্রলীগের সম্পাদক ইসতিয়াক আহমেদ সজীব প্রমুখ।

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের গোয়াইনঘাটে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল হক, লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য সুবাস দাস, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুল হক, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন প্রমুখ।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুসা জিসান, উপজেলা চেয়ারম্যান ইয়াছির মিয়া, নবনির্বাচিত চেয়ারম্যান আবুল হোসেন লিটনের নেতৃত্বে আনন্দর্ যালি বের হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ নুরে আলম, জেলা পরিষদ সদস্য আব্দুস সাত্তার মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুলস্নাহ কামালসহ যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বৃক্ষরোপণ শেষে আব্দুর রৌফ চৌধুরী অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে আলোচনা সভা করা হয়। সভায় উপজেলা চেয়ারম্যান আফছার আলী, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আসলাম, সহ-সভাপতি নঈম উদ্দীন শাহ, বীর মুক্তিযোদ্ধা জাফরুলস্নাহ, যুগ্ম সম্পাদক আবু তাহের মামুন, সুব্রত কুমার অধিকারী শামীম আজাদ সরকার, কৃষক লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন নাবু, যুবলীগের সম্পাদক আশরাফ আলী তুহিন প্রমুখ বক্তব্য রাখেন।

ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি জানান, পিরোজপুরের ইন্দুরকানীতে পৃথকভাবে বাংলাদেশ আওয়ামী লীগের দুই গ্রম্নপ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পালন করেছে। এক আলোচনা সভায় আ'লীগের সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ হাওলদার, সাবেক সাধারণ সম্পাদক মৃধা মনিরুজ্জামান।

অপরদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আ'লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হক দুলালের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ,র্ যালি, কেক কাটা ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবাষির্কী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সেলিম, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সভাপতি গৌরাংগ দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুরে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার সারিয়াকান্দিতে শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য সাহাদারা মান্নান। আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মেদ সাখাওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজী, মেয়র মতিউর রহমান মতি প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের মধুখালীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. হামিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সালাম মিয়া, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, এম এম বাবুল আক্তার, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্‌ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলম কালু প্রমুখ।

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শম্ভুজিৎ মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নীল কণ্ঠ সোম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু হেনা সাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, আওয়ামী লীগ নেতা প্রভাষক মোনায়েম হোসেন, রুহুল কুদ্দুস মোল্যা, শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি জানান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, 'ধসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর। একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের বিরুদ্ধে অসাম্প্র্রদায়িকতার লড়াই বাঙালি জাতীয়তাবাদী চেতনায় আওয়ামী লীগকে আজ এই পর্যায়ে উপনীত করেছে।'

রোববার বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও 'পস্নাটিনাম জয়ন্তী' উদযাপন উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য মিরা মাহবুব, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেন্দ্র দেবনাথ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিমা আক্তার, রসুলপুর ইউপি চেয়ারম্যান সঞ্জয় কুমার মিত্র প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙ্গামাটির রাজস্থলীতে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অংছাইনু মারমার উপস্থাপনায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা আওয়ামী সিনিয়র সহ-সভাপতি রবার্ট ত্রিপুরা, বিশ্বনাথ চৌধুরী, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকারসহ আরও অনেকে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের সঞ্চালনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন, সাবেক আহবায়ক অধ্যক্ষ (অব.) জয়নাল আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন বেগ শাপলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক শাখাওয়াত হোসেন নয়ন প্রমুখ।

দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার দেবিদ্বারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিলস্না-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন। আরও বক্তব্য রাখেন কুমিলস্না উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম সফিকুল আলম কামাল প্রমুখ।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গার দর্শনায় পৌর আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। কর্মসূচির মধ্যে ছিল- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, গাছের চারা রোপণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায়র্ যালির নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম। পরে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোলস্না, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে