সারাদেশে এখন রাসেল ভাইপার সাপ আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি আলোচিত-সমালোচিত হচ্ছে এই সাপ নিয়ে। মাদারীপুরে এর ব্যতিক্রম নয়।
মাদারীপুর শহরের গোরন চত্বরে আড়িয়াল খাঁ নদীর পাড়ে একটি ও শিবচর উপজেলার পৃথকস্থান হতে তিনটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। সাপে কাটার রোগীদের জন্য সদর হাসপাতালে ভ্যাকসিন বা অ্যান্টিভেনম পাওয়া নিয়ে সংশয় রয়েছে মাদারীপুরের সাধারণ মানুষের মধ্যে। তবে হাসপাতালগুলোতে পর্যাপ্ত অ্যান্টিভেনম বা ভ্যাকসিন আছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন।
জানা গেছে, মাদারীপুর জেলার শিবচরের পৃথকস্থান হতে তিনটি রাসেলস ভাইপার সাপ পিটিয়ে মেরেছে স্থানীয়রা। শনিবার দত্তপাড়া ইউনিয়নের হাজী কাইমুদ্দিন শিকদারকান্দি এলাকার একটি ধান ক্ষেত থেকে একটি সাপ মারে এলাকাবাসী। পরে দুপুরে শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামের হাওলাদার বাড়ির মসজিদের সামনে থেকে একটি এবং সন্ধ্যার পর একই এলাকার জামাল শেখের বাড়ি থেকে আরও একটি সাপ পিটিয়ে মারা হয়।
মাদারীপুর শহরের গোরন চত্বরে আড়িয়াল খাঁ নদীর পাড়ে একটি বড় সাপ দেখতে পেয়ে সাপটিকে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। এ নিয়ে জেলায় ৪টি রাসেলস ভাইপার সাপের সন্ধ্যান পাওয়া গেছে। এছাড়াও কালকিনি, ডাসার উপজেলায় রাসেল ভাইপার সাপ দেখা গেছে।
মাদারীপুর ভারপ্রাপ্ত সিভিল সার্জন ইকরাম হোসেন বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম এলে বিষধর সাপের উপদ্রব বাড়ে। তবে এবছর রাসেল ভাইপার নামের এই সাপটির বিচরণ জেলায় বেশি শোনা যাচ্ছে। এটি সবচেয়ে বেশি ভয়ানক।
মানুষ দেখলেই কামড়াতে আসে। নদী বা পুকুরে গোসল করার সময় সতর্ক থাকবেন। আতঙ্কিত না হয়ে এই সাপ বা যে কোন বিষধর সাপে কাটলে ওঝা বা কবিরাজের কাছে না গিয়ে দ্রম্নত নিকটস্থ উপজেলা বা জেলা সদর হাসপাতালে চলে আসুন।