টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধ্যানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ধলাপাড়া রেঞ্জের আওতায় ঝড়কা বিটে রাতের আঁধারে মূল্যবান ৪০টি আকাশমনি গাছ জব্দ করেছে বন বিভগের কর্মকর্তারা। এ সময় দুই রাউন্ড ফাকা গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। জব্দকৃত গাছের আনুমানিক মূল্য দুই লক্ষাধিক। শনিবার রাত ৩টায় এ ঘটনা ঘটে।
সরেজমিন গিয়ে ও ঝড়কা বিট কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, উপজেলা টাঙ্গাইলের বন বিভাগ কর্তৃক জরিপ অনুযায়ী ধলাড়া রেঞ্জের অধীনে বটতলী, ঝড়কা, চৌরাসা, দেওপাড়া, ধলাপাড়া, সাগরদিঘী নামে ছয়টি বিট রয়েছে। যেখানে বনের পরিমাণ ২৫ হাজার ৭৮৫ একর। এই বন ভূমিতে শাল, গজারী, সেগুনসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। শনিবার বনদসু্য হালিম ও তার দলবল নিয়ে ৪০টি গজারী গাছ কাটেন। গোপন সংবাদের ভিত্তিতে আমারা আকাশমনি বাগানে গিয়ে দুই রাউন্ড ফাকা গুলি বর্ষণ করি সঙ্ঘবদ্ধ চোরের দল গাছ রেখে পালিয়ে যায়। এ সময় টাঙ্গাইল হ ১১২৮৩০ নম্বররের একটি মোটন সাইকেল ফেলে রেখে যায়।