রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

'কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকতে হবে'

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৪, ০০:০০
'কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকতে হবে'

চট্টগ্রামের সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান বলেন, 'কিশোর গ্যাংয়ের মতো অপরাধের সঙ্গে সম্পৃক্ত হলে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। একটি মামলার কারণে চাকরি কিংবা বিদেশ যাত্রায় পুলিশ ক্লিয়ারেন্স পেতে প্রতিবদ্ধকতা সৃষ্টি হয়। তাই কিশোর গ্যাংয়ের মতো অপরাধ থেকে দূরে থাকতে হবে।'

শনিবার চট্টগ্রামের সাতকানিয়া রেলওয়ে স্টেশনে নিরাপত্তা, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে আইনশৃঙ্খলা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল হালিমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ফারিস্তা করিম, থানার অফিসার ইনচার্জ প্রিটন সরকার ও বিশেষ মেহমান ছিলেন ঢেমশা ইউনিয়ন (ইউপি) পরিষদের চেয়ারম্যান মির্জা আসলাম সরোয়ার রিমন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী।

1

আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আয়ুব চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আরিফ, আবদুর রাজ্জাক প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে