পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার উদ্যোগে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় (অনূর্ধ্ব ১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শনিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন থেকে সব পর্বের খেলা অনুষ্ঠিত হয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।
২৭ জুন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় আটঘরিয়া পৌরসভা ও চাঁদভা ইউনিয়নের মধ্যে, দ্বিতীয় ম্যাচ ২৭ জুন একদন্ত ইউনিয়ন ও লক্ষ্মীপুর ইউনিয়নের মধ্যে, ২৮ জুন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় মাছপাড়া ইউনিয়ন ও প্রথম ম্যাচের বিজয়ী দল, ২৮ জুন চতুর্থ ম্যাচের সেমিফাইনাল খেলা হয়, দেবোত্তর ইউনিয়ন ও দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল, ২৯ জুন তৃতীয় ম্যাচ জয়ী ও চতুর্থ ম্যাচ জয়ী দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।