গাজীপুরের কালিয়াকৈরের ভুলোয়া রংপুরের টেক এলাকায় বনবিভাগের লোকজন রোববার উচ্ছেদ অভিযান চালিয়েছে। চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা নেতৃত্বে অভিযানে উদ্ধারকৃত জমির আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা হবে বলে বনবিভাগের লোকজন সূত্রে জানা গেছে।
চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল করিম জানায়, উপজেলার ভুলোয়া এলাকায় কতিপয় লোকজন বনবিভাগের প্রায় তিন একর জমি জবর দখল করে নেয়। বনবিভাগের জবর দখল হওয়া জমি যারা দখল করেছে তাদের জবর দখলকৃত জমি ছেড়ে দেওয়ার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও তারা জমি ছেড়ে না দেওয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে সরকারের প্রায় ১৫ কোটি টাকার মূল্যের জমি উদ্ধার করা হয়। এ সময় উদ্ধার কাজে সহযোগিতা করেন চন্দ্রাবিটের বিট কর্মকর্তা রেঞ্জের সব বিটের স্টাফসহ অন্যরা। তিনি উলেস্নখ করেন সরকারি জমি জবর দখলকারীদের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। এ ছাড়া অচিরেই মাটি কাটা রেললাইনসহ আশপাশে সরকারি বনভিাগের জমি জবর দখলকারীদের উচ্ছেদ করবেন সরকারি জমি উদ্ধার করা হবে।