শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

কৃষকরা প্রকৃত মুক্তিযোদ্ধা তারা দেশের জন্য যুদ্ধ করেছেন -এমএ মান্নান এমপি

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১১ জুলাই ২০২৪, ০০:০০
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এম এ মান্নান এমপি -যাযাদি

সুনামগঞ্জ- আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি এমএ মান্নান বলেছেন, 'বাংলাদেশের আসল বীর মুক্তিযোদ্ধা কৃষকরা, তারা লাঙ্গল কাঁধে নিয়ে মুক্তিযুদ্ধে গিয়েছে।'

বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, 'কৃষকরা দেশের জন্য যুদ্ধ করেছে কিন্তু কিছু খারাপ লোক এখন মুক্তিযোদ্ধার সুবিধা ভোগ করতেছে। এখন করতেছে আমরা চাই স্বাধীন দেশে সব মানুষ ন্যায়বিচার পাবে। এই কৃষদের নাম নাই, ঠিকানা নাই তারা তো ভাতা পায় না ও কোনো ধরনের সুযোগ-সুবিধা পায় না। তাদের জন্য বর্তমান সরকার সব সময় কাজ করে যাচ্ছেন। আজ আমরা এই বঞ্চিত কৃষদের মধ্যে অল্প হলে কৃষি যন্ত্রপাতি ও সার বীজ বিতরণ করতেছি।'

উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা রিয়াদ বিন ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষি অফিসার কাওছার আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাতলীগের নেতা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং তিন শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে