কিশোরগঞ্জের নিকলীতে কয়েকদিন ধরে রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নদীতে ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, নিকলী সদরের ঘোড়াউত্রা নদী, শিংপুর ধনু নদীর ভাটি ভরাটিয়া ও ছাতিরচর ইউনিয়নের ছাতির দক্ষিণ পাশের গোদাড়া ঘাট এলাকা থেকে একটি প্রভাবশালী মহল বালু উত্তোলন করছে।
উপজেলা প্রশাসনের একটি মহল ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এ বিষয়ে অবগত বলে অভিযোগ রয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি এলাকাবাসীর আবেদন যেন দ্রম্নতই এ অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হয়।