নেত্রকোনার কলমাকান্দায় জব্দ করা ২০ হাজার ফুট বালু প্রকাশ্যে নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বুধবার সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ নিলাম ডাক অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মমিনুল হক প্রমুখ।
সর্বোচ্চ নিলাম ডাক দেওয়া কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রুকুন উদ্দিনের কাছে ৫ লাখ ৫ হাজার টাকায় ওই বালু বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে খারনৈ ইউনিয়নের ডেকনীছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে গত বুধবার ওই এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় পরিত্যক্ত অবস্থায় পাওয়া খননযন্ত্রটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আর অবৈধভাবে উত্তোলিত ২০ হাজার ফুট বালু জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, 'জব্দ করা প্রায় ২০ হাজার ফুট বালু নিলাম ডাকের মাধ্যমে ৫ লাখ ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।'