ছাত্র-জনতার গণঅভু্যত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসএম রহমত।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপজেলা বিএনপির নেতারা বলেন, 'এই বিজয় আমাদের শহীদদেরকে উৎসর্গ করলাম, এই বিজয় ছাত্রজনতার বিজয়। সকলের সম্মিলিত আন্দোলনের কারণেই স্বৈরাচারী খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ স্বৈরাচারমুক্ত হওয়ার পর সবাইকে শান্ত থাকতে হবে, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। কারণ স্বৈরাচার ও খুনি শেখ হাসিনার পেতাত্মারা ইতোমধ্যে মুক্তিকামী জনতার সঙ্গে মিশে গিয়ে বিভিন্ন অপকর্ম শুরু করেছে। এদের থেকে সজাগ থাকতে হবে।'
উপজেলা বিএনপির নেতারা বলেন, 'কোনোভাবেই কোনো সরকারি- বেসরকারি স্থাপনা, যানবাহন ও কোনো কিছুই ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। আমরা ইতোমধ্যে খবর পেয়েছি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু সন্ত্রাসীরা মুক্তিকামী জনতার নাম ভাঙ্গিয়ে ইতোমধ্যে অপকর্ম শুরু করেছে। এদেরকে প্রতিহত করতে হবে। যেখানেই এদেরকে পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।'