শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৭ আগস্ট ২০২৪, ০০:০০
আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপেস্নক্সের সভা কক্ষে এক সভার মাধ্যমে উক্ত কমিটি গঠন করা হয়েছে। সভায় যুদ্ধকালীন আড়াইহাজার থানার পশ্চিমাংশের কমান্ডার খালেকুজ্জামান মোলস্নাকে আহ্বায়ক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু সিদ্দিক ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক কমান্ডার মো. লালমিয়া কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন মো. মুছা মিয়া, মো. মোসাদ্দেক হোসেন খান, মো. সফর আলী মিঞা, মো. শাহজাহান ভূঁইয়া এবং আ. বাতেন। সভায় প্রতিটি ইউনিয়ন কমান্ডারসহ বীর মুক্তিযোদ্ধারা ছিলেন। তারা জানান, বিগত পকেট কমিটির নীতিবহির্ভূত কর্মকান্ডের কারণে জরুরি সভা আহ্বান করে পূর্বের পকেট কমিটির অস্তিত্ব অস্বীকার করে সব মুক্তিযোদ্ধা একমত হয়ে উক্ত আহ্বায়ক কমিটি গঠন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে