বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে নিখোঁজ ১ আহত ১০

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
হোসেনপুরে যাত্রীবাহী বাস উল্টে নিখোঁজ ১ আহত ১০

কিশোরগঞ্জের হোসেনপুরে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার ভোরের দিকে নান্দাইল-হোসেনপুর সড়কের মাধখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে উপজেলার বাকচান্দা বাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জলসিঁড়ি এক্সপ্রেস (প্রা.) লিমিটেডের একটি বাস মাধখোলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। তারা আহদের উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। আহতদের বেশিরভাগই শ্রমিক। তারা উপজেলার কুড়িঘাট মোড়ে কাজের সন্ধানে আসছিলেন।

1

হোসেনপুর ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'আহতদের মধ্য থেকে ৫ জনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোনো নিহতের ঘটনা ঘটেনি। তবে একজন নিখোঁজের খবর পাওয়া গেছে। ক্রেন দিয়ে বাস উঠালে এটি নিশ্চিত হওয়া যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে