বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

চট্টগ্রাম বন্দরে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম বু্যরো
  ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
চট্টগ্রাম বন্দরে ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ জব্দ

চট্টগ্রাম বন্দরে ২০ ফুট লম্বা একটি কন্টেইনারে আনা বিদেশি মদের চালান জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। চীন থেকে ফেব্রিক্স ঘোষণা দিয়ে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড আনে বিভিন্ন ব্রান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার বিদেশি মদ। এই চালানে সুপ্রিম স্মার্ট ওয়্যার লিমিটেড ১২ কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা করেছিল। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) ইউনিটের টিম অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে চালানটি জব্দ করে। চালানটি খালাসের দায়িত্বে নিয়োজিত ছিল চট্টগ্রামের সিঅ্যান্ডএফ এজেন্ট হাফেজ ট্রেডিং প্রাইভেট লিমিটেড। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

এআইআর ইউনিটের ডেপুটি কমিশনার খায়রুল বাশার জানান, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ২০ ফুট কন্টেনারটি জব্দ করা হয়। এক হাজার ১১৪ কার্টনে ১২ হাজার ১৬৮ বোতলে ১১ বিদেশি ব্র্যান্ডের ১১ হাজার ৬৭৬ লিটার ওয়াইন, হুইস্কি ও ভদকা পাওয়া গেছে, যার শুল্কায়নযোগ্য মূল্য ২ কোটি টাকা। আর এর বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ১২ কোটি টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে