শেষ পর্যন্ত পূর্বকান্দি সাহেববাজার এলাকায় খালের ওপর কাঙ্ক্ষিত ব্রিজটি আর হলো না। স্থানীয় জনপ্রতিনিধিরা বার বার শুধু আশ্বাসই দিয়ে গেছেন। কিন্তু নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বৃহত্তর মেঘনাবেষ্টিত কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেববাজার থেকে বিবিরকান্দির সংযোগস্থলে মেঘনা নদী থেকে সৃষ্ট খালের ওপর এলাকাবাসীর প্রয়োজন ও চাহিদা অনুযায়ী বাঁশের সাঁকোর স্থলে ব্রিজটি না হওয়ায় গত ৪ সেপ্টেম্বর ঘটে গেছে এক দুর্ঘটনা। সাজেদা বেগম নামে দুই সন্তানের জননী ব্রিজ থেকে খালের পানিতে পড়ে মারা গিয়ে প্রমাণ করে গেলেন কাঙ্ক্ষিত স্থানে ব্রিজটির কতটা প্রয়োজন ছিল।
৪ সেপ্টেম্বর কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেববাজার এলাকায় পিত্রালয় থেকে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় বাঁশের ওই সাঁকোটি পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে সাজেদা বেগম (৩০) নামে ওই নারীর মৃতু্য হয়েছে। খালটি অনেক গভীর থাকায় এবং তিনি সাঁতার না জানায় এ মৃতু্য হয় বলে জানান এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাজেদা বেগম তার শ্বশুরবাড়ি গোপালদী থেকে তার পিত্রালয়ে বেড়াতে আসেন। সেখান থেকে ঘটনার সময় তার বোনের বাড়ি বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় সাহেববাজার এলাকায় খালের ওপর থাকা বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে খালের পানিতে পড়ে যান। সাঁতার না জানার কারণে সেখানেই তার মৃতু্য হয়। পরে পথচারীরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।
প্রসঙ্গত, সাঁকোটির স্থলে একটি পাকা ব্রিজ নির্মাণের জন্য এলাকাবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। কিন্তু বিগত সরকারের আমলে আড়াইহাজার এলাকার এমপি নজরুল ইসলাম বাবু, কালাপাহাড়িয়া ইউপির চেয়ারম্যান এ কে এম ফাইজুল হক ডালিমসহ সব জনপ্রতিনিধি বারবার আশ্বাস দিলেও সাঁকোটির স্থলে পাকা ব্রিজ নির্মাণ হয়নি বলে এলাকাবাসী অভিযোগ করেন।