শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

ডোমারের সাবেক এমপি ও ওসির নামে মামলা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ডোমারের সাবেক এমপি ও ওসির নামে মামলা

বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা মারধর ও চাঁদা দাবির অভিযোগে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার  ও ডোমার থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের নামে মামলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডোমার আমলি আদালত নীলফামারীতে মামলা দাখিল করলে বিচারক মামলাটি আমলে নিয়ে ডোমার থানাকে এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ প্রদান করেন। 

মামলাটি দায়ের করেছেন ডোমার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। মামলার বাদী পক্ষের আইনজীবী আবু সোয়েম সরকার মামলার বিষয়টি নিশ্চিত করেন। 

মামলার অভিযোগে বাদী দাবি করেছেন তৎকালীন বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার উদ্দেশে মামলার ১নং আসামি সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার ও ২নং আসামি তৎকালীন সময়ের ওসি মোয়াজ্জেম হোসেন গোপনে পরামর্শ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর মামলা হামলাসহ নির্বিচারে নির্যাতন শুরু করে। এবং তাদেরকে ধরে থানায় নিয়ে এসে চাঁদার টাকা আদায় করতে থাকে। চাঁদার টাকা না দিলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হতো। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে