শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

'দেশের কর্ণধার হতে হলে পড়ালেখার বিকল্প নাই'

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
চট্টগ্রামের হাটাহাজারীতে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক ফরিদা খানম -যাযাদি

'দেশের কর্ণধার ও একজন ভালো মানুষ হতে হলে পড়ালেখার বিকল্প নাই। পাশাপাশি খারাপ মানুষের সঙ্গ পরিহার করতে হবে।'

চট্টগ্রামের হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে আরও বলেন, 'মেয়ে হোক ছেলে হোক নিজেকে বোঝা মনে করা চলবে না। আজ শিক্ষার্থী ভবিষ্যতে দেশের ডিসি-এসপি হতে হলে ভালো পড়ালেখা তথা কঠোর পরিশ্রম করতে হবে।'

সহকারী প্রধান শিক্ষক ইলিয়াছের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাদি উর রহিম সাদিদ, সিনিয়র সহকারী কমিশনার আবু রায়হান, সহকারী কমিশনার খোন্দকার ফারজানা সেতু, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, পিআইও নিয়াজ মোর্শেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে