শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

কুমিলস্নার সাবেক মেয়রের আত্মীয়ের বিলাসবহুল গাড়িসহ আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
কুমিলস্নার সাবেক মেয়রের আত্মীয়ের বিলাসবহুল গাড়িসহ আটক ২

হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত এলাকা থেকে কুমিলস্নার সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার দেবর রুবেল মিয়ার বিলাসবহুল গাড়িসহ দুই ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।

থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, সোমবার রাতে উপজেলা সুরমা চা বাগানের ১৯ নম্বর সেকশনের ভারতীয় সীমান্তের কাছে বিলাসবহুল একটি গাড়ি ও একটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় জনসাধারণ থানায় খবর দেয়।

খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে কুমিলস্না সদরের রহিমপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তপু মিয়া (২৫) ও একই এলাকার আবুল হোসেনের ছেলে ইমন মিয়াকে (২২) আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ আব্দুলস্না আল মামুন জানান সন্দেহজনকভাবে আটককৃতরা ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। স্থানীয়রা আটক করে তাদের পুলিশে সোপর্দ করে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে