শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১

ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ৫

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
  ০২ অক্টোবর ২০২৪, ০০:০০
ঝুট ব্যবসা নিয়ে সংঘর্ষে আহত ৫

গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট (পরিত্যক্ত মালামাল) ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে কোনাবাড়ীর জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলম খন্দকার, বাদল খন্দকার, শামীম খন্দকার, জহিরুল খন্দকার ও বাবুল হোসেন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কোনাবাড়ীর জরুন এলাকায় এসট্রো নিটওয়্যার নামের একটি তৈরি পোশাক কারখানায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুটের ব্যবসা করে আসছিলেন। ৫ আগস্ট সরকার পতনের পর জেলার কারখানাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে প্রায়ই তারা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, 'ঘটনাটি যেমন শুনেছেন, তেমন নয়। দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে