বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২
গর্তে পড়ে দুই ভাইসহ আরও চার অপমৃতু্য

কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে, তালায় দাদিকে গলা কেটে হত্যা

স্বদেশ ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে, তালায় দাদিকে গলা কেটে হত্যা
কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে, তালায় দাদিকে গলা কেটে হত্যা

গাজীপুরের কালীগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে ও সাতক্ষীরার তালায় দাদিকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, চট্টগ্রামের ফটিকছড়িতে সুপারির গর্তে নেমে ২ ভাইয়ের মৃতু্য এবং রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা ও কুমিলস্নার মেঘনা নদী থেকে দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে আলেয়া বেগম (১৯) নামে এক গৃহবধূকে মারধর করে শ্বাসরোধে হত্যার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বামী মোজাম্মেল ব্যাপারী (২২)। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা তাহের মিয়া কালীগঞ্জ থানায় মামলা করেন। তাতে স্বামী মোজাম্মেলকে প্রধান করে ৫ জনকে অভিযুক্ত করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন। এর আগে একই দিন সকালে গাজীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে মোজাম্মেলকে উপজেলার উত্তরগাঁও গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মোজাম্মেল ব্যাপারী কালীগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে। আলেয়ার বাবার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী গ্রামে।

ওসি জানান, গত মঙ্গলবার রাতে স্ত্রী আলেয়াকে মারধর ও শ্বাসরোধে হত্যা করে স্বামী মোজাম্মেল পালিয়ে যান। পরে ঘটনা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার নাটক সাজানো হয়। নিহতের বাবা বাদী হয়ে স্বামী মোজাম্মেলকে প্রধান করে ৫ জনকে অভিযুক্ত করে মামলা (নং ৩০) করেন। সেই মামলায় মোজাম্মেলকে গ্রেপ্তার শেষে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালায় দাদিকে গলা কেটে হত্যা করেছে নেশাগ্রস্ত পৌত্র। শুক্রবার দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের শালিখা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটেছে। জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে শালিখা শ্রামের কউছার জোয়াদ্দারের স্ত্রী সকিনার সঙ্গে তার নেশাগ্রস্ত পৌত্র মশিয়ার জেয়াদ্দারের ছেলে হানিফ জোয়াদ্দারের (২৫) বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তিনি তার দাদিকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে হানিফকে গ্রেপ্তার করে। তালা থানার ওসি তদন্ত ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে গ্রেপ্তার হানিফ হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে একটি গর্ত থেকে সুপারি তুলতে গিয়ে অক্সিজেনের অভাবে দুই ভাইয়ের মৃতু্য হয়েছে। এছাড়াও একই ঘটনায় আরও ৪জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. মাহিন উদ্দিন।

শুক্রবার সকালে উপজেলার পাইন্দং ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডের হাজী গুন্নুমিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত মো. শফি এবং মো. শহিদুলস্নাহ একই এলাকার ছালে আহম্মদের ছেলে। তারা দুজন আপন ভাই। ৩ ভাইয়ের মধ্যে শফি সবার বড় এবং শহিদুলস্নাহ মেঝ। শফি দীর্ঘদিন ধরে সুপারির ব্যবসা করে আসছিলেন।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, একটি ৭-৮ফিট গর্তে সুপারি রাখা হয়েছিল। সুপারি তুলতে গিয়েই মূলত এ ঘটনা ঘটেছে। গর্তটিতে সুপারির গন্ধে অতিরিক্ত মিথেন গ্যাস তৈরি হয়। ফলে অক্সিজেনের অভাবে কেউ কেউ জ্ঞান হারিয়ে ফেলে আবার কেউ অসুস্থ হয়ে পড়ে।

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, গোয়ালন্দে পদ্মায় ডুবে নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠেছে মাদ্রাসা শিক্ষার্থী জুবায়ের হাসানের (১২) মরদেহ। শুক্রবার সকালে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখে শিশুটির মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে বুধবার বিকালে লঞ্চঘাট এলাকায় বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে গিয়ে স্রোতের টানে ডুবে যায় জুবায়ের। সে রাজবাড়ী সদর উপজেলার কুটির হাট এলাকার লাবলু শেখের ছেলে। সে দৌলতদিয়ার আঞ্জুমান-ই-কাদেরিয়া মাদ্রাসাতু সাবিইল হাসান দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

মেঘনা (কুমিলস্না) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কোদাইলস্না চর এলাকায় মাছ ধরতে গিয়ে দুই ট্রলারের সংঘর্ষে নিখোঁজ হওয়া রেজু মিয়া (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুরে কুমিলস্নার মেঘনা উপজেলার মৈশ্যেরচর এলাকার মেঘনা নদী থেকে চালিভাঙ্গা নৌপুলিশ তার মরদেহ উদ্ধার করে। রেজু মিয়া উপজেলার হরিপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে মাছ ধরার সময় অপরিচিত কিছু জেলে তাদের মাছ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। একপর্যায়ে রেজু মিয়া ট্রলার থেকে পড়ে নদীর স্রোতে ভেসে যান। অনেক চেষ্টা করেও সন্ধান না পেয়ে চালিভাঙ্গা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে