বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

চকরিয়ায় অনিয়মের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
চকরিয়ায় অনিয়মের সংবাদ সংগ্রহ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক সম্প্রসারণের কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে এক সাংবাদিককে মোবাইলে হুমকি দিয়েছেন সড়ক বিভাগের এক ঠিকাদার। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। জিয়াবুল হক দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত সুপ্রভাত পত্রিকার চকরিয়া প্রতিনিধি।

জিডিতে তিনি উলেস্নখ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্স রোডের সম্প্রসারণ কাজ চলছে। চট্টগ্রামের এ জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। কাজ তদারকি করছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন। এ কাজে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। এ নিয়ে চকরিয়া সড়ক উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে কথা হয়।

কিন্তু বৃহস্পতিবার বিকালে সাহাবউদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক জিয়াবুল হককে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে