কক্সবাজারের চকরিয়ায় মহাসড়ক সম্প্রসারণের কাজে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এম জিয়াবুল হক নামে এক সাংবাদিককে মোবাইলে হুমকি দিয়েছেন সড়ক বিভাগের এক ঠিকাদার। এ ঘটনায় চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। জিয়াবুল হক দৈনিক সংবাদ ও চট্টগ্রাম থেকে প্রকাশিত সুপ্রভাত পত্রিকার চকরিয়া প্রতিনিধি।
জিডিতে তিনি উলেস্নখ করেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌরশহরের বক্স রোডের সম্প্রসারণ কাজ চলছে। চট্টগ্রামের এ জে ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ পায়। কাজ তদারকি করছেন চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন। এ কাজে অনিয়মের অভিযোগ তোলেন স্থানীয়রা। এ নিয়ে চকরিয়া সড়ক উপবিভাগীয় কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সঙ্গে কথা হয়।
কিন্তু বৃহস্পতিবার বিকালে সাহাবউদ্দিন তার ব্যবহৃত মোবাইল থেকে সাংবাদিক জিয়াবুল হককে অকথ্য ভাষায় গালমন্দ ও হুমকি দেন। বিষয়টি জানাজানি হলে চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরে এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।