বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

জাতীয় যুব দিবস পালিত

কর্মসূচিতে চেক বিতরণ,র্ যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়
স্বদেশ ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
জাতীয় যুব দিবস পালিত
পঞ্চগড়ে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক মো. সাবেত আলী -যাযাদি

'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি,র্ যালি, আলোচনা সভা, যুব সমাবেশ যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, প্রশিক্ষণ সনদ, উপকরণ ও যুব পুরস্কার প্রদান করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠনো খবরে বিস্তারিত-

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় শুক্রবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও শহীদ চত্বর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বনানী বিশ্বাস। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, (ইউএনও) তানিয়া তাবাসসুম, জেলা প্রেস ক্লাবের সদস্যসচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম।

শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরে শুক্রবার সকালে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুলস্নাহ আল মাহমুদ ভূঁইয়া ইউএনও শেরপুর সদর, মো. তোফায়েল আহামেদ, উপসচিব-উপ পরিচালক, স্থানীয় সরকার, শেরপুর পৌরসভা।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার সকালে পারনান্দুয়ালী বাস টার্মিনাল এলাকায় একটির্ যালি বের হয়। শেষ সভায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইলিয়াসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন মাগুরা সদর ইউএনও ইসরাত জাহান, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি মো. সাইদুর রহমান ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান। বক্তব্য রাখেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিলস্নুর রহমান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরা।

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বিরামপুরে শুক্রবার সকাল ১০টায় উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসিল্যান্ড নাজিয়া নওরীন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরামপুর প্রেস ক্লাব সভাপতি মোরশেদ মানিক, সাংবাদিক শাহ আলম মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজ্জাশী, যুব সংগঠক হাসানুজ্জামান দেওয়ান প্রমুখ।

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর দশমিনায় শুক্রবার সকালের্ যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউএনও ইরতিজা হাসান, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, দশমিনা সাংবাদিক সমিতির সম্পাদক মো. মামুন তানভীর, কৃষক মো. আনিচুর রহমান প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ফুলবাড়ীতে শুক্রবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রেহেনুমা তারান্নুম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ললিত মোহন রায়। হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা প্রাথমিক কর্মকর্তা মাহাতাব আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মজিবর রহমান, সাংবাদিক মাহবুব হোসেন সরকার লিটু, নারী উদ্যোক্তা মৌসুমী আক্তারসহ আরও অনেকে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুক্রবার সকালে উপজেলা কনফারেন্স হল রুমে ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সত্য রনজন সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহিদুর রহমান টুকু, যুব সংগঠক আবুল কালাম আজাদ, মমতাজ বেগম, আমিনুল ইসলাম, সোহেল নওরোজ, আবু সাঈদ, সেলিনা বেগম প্রমুখ।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি জানান, নিয়ামতপুরে শুক্রবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ইমতিয়াজ মোরশেদ। সহকারী যুব উন্নয়ন অফিসার আশরাফুল ইসলামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ওসি হাবিবুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, আইসিটি কর্মকর্তা রাসেল রানা, ছাত্র সমন্বয়ক রায়হান কবির ও আমিত হাসান, সফল যুবক আহসান হাবিব প্রমুখ।

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগতিতে শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমের্ যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও সৈয়দ আমজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রামগতি থানার ওসি মোহাম্মদ কবির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. সিরাজ উদ্দিন, উপজেলা জামায়াত আমির মাওলানা আবদুর রহিম, জেএসডি সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু, প্রেস ক্লাব সভাপতি মো. রেজাউল হক।

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার তিতাসে শুক্রবার উপজেলা মিলনায়তনে সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও সুমাইয়া মমিন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড মিলন চাকমা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নাজমুল করিম ফারুক, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা খাইরুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত নাদিয়া ইসলাম, হাজেরা আক্তার এবং উলুকান্দি প্রগতি যুব সংঘের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রমুখ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন (ইউএনও) গাজালা পারভীন রুহি। যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. সজিব মিয়া, উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, সফল আত্মকর্মী মো. মহরম আলী প্রমুখ।

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে শুক্রবার সকালে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবাগত ইউএনও মো. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন এসিল্যান্ড সিনথিয়া হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, সহকারী প্রশাসনিক অফিসার আহসান হাবিব নাঈম প্রমুখ।

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের বিশ্বনাথে শুক্রবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন (ইউএনও) সুনন্দা রায়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আলমগীর মোলস্নার সভাপতিত্বে ও কৃষি অফিসার কনক চন্দ্র রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক দপ্তর সম্পাদক সালেহ আহমদ সাকী, উদ্যোক্তা স্বপ্না শাহীন, শাহীন আহমদ, মোছাম্মত রিপা বেগম।

চৌগাছা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের চৌগাছায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তী। বক্তব্য রাখেন উপজেলা এসিল্যান্ড তাসনিম জাহান, উপজেলা কৃষি অফিসার মুসাবব্বির হুসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা শামসুন্নাহার, উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা শাহাদৎ হোসাইন, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, প্রেস ক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক এমএ রহিম প্রমুখ।

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটির্ যালি বের হয়। শেষে উপজেলা কনফারেন্স হলে আলোচনা সভা উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন ইউএনও মীর আল কামাহ তমাল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রজব আলী, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা অরুণ কুমার গোস্বামী, ক্যাশিয়ার রেজাউল ইসলাম, মেজবাহুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমরান চৌধুরী নিশাদ, জাকির আহম্মেদ, ফেরদৌস শামস।

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের হোসেনপুর শুক্রবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্যর্ যালি বের হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোফাজ্জল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ইউএনও অনিন্দ্য মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা পলস্নী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মুখলেছুর রহমান, ওসি (তদন্ত) টুটুল উদ্দিন, সরকারি কলেজের প্রভাষক মাহমুদা খাতুন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি জানান, কচুয়ায় বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্বর মাঠে অনুষ্ঠিত ভলিবল খেলায় কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও কেএম আবু নওশাদ। এ সময় উপস্থিত ছিলেন এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব তৌহিদুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা মো. রায়হান হোসেন, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, সমাজসেবা কর্মকর্তা হাসিবুর রহমান প্রমুখ।

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটিতে শুক্রবার বেলা দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. নজরুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এসএম মাহফুজ হুসাইন, থানার ওসি মো. আব্দুস সালাম, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল রহমান প্রমুখ।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শুক্রবার সকালে উপজেলা পরিষদের সামনে রাস্তায় গণপরিবহণে সচেতনতামূলক স্টিকার সাঁটোনো শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সভায় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিলারূর রহমান জুয়েল, বৈষম্যবিরোধী ছাত্র আনোলনের নেতা সাকীব আহাম্মেদ সোহান, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপাস্টের সভাপতি মহিউদ্দীন জনি প্রমুখ।

সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটির্ যালি বের হয়। পরে উপজেলা হলরুমে অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আনিছুর রহমান বালী। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার নজরুল ইসলাম মুন্সি, মো. হোসাইন মিয়া, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সাংবাদিক আরিফুল ইসলাম প্রমুখ।

সিলেট অফিস জানিয়েছে, সিলেটে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের সিলেট কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। আলোচনা সভা শেষে যুবর্ যালি বের করা হয়।র্ যালি শেষে দক্ষিণ সুরমার পিরোজপুর কালভার্ট সংলগ্ন জৈন্তা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।

পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাবেত আলী। পঞ্চগড় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মকছুদুল কবীরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক শহিদুল মান্নাফ কবীর। যুব প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক (মৎস্য) সোহবার হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ফজলে রাব্বী, আত্মকর্মী ও প্রশিক্ষণার্থী (পোষাক তৈরী) মোসনাথ জাহান, যুব সংগঠক স্বপ্ন যুব সমাজ কল্যাণ সংস্থার লুৎফর রহমান প্রমুখ।

জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটে যুব উন্নয়ন অধিদপ্তরের হল রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মতিয়ার রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, সেনা কর্মকর্তা লে. কর্ণেল শামছুল আলম ভুঁইয়া প্রমুখ।

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নাহিদ তামান্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসল্যিঅন্ড জান্নাতুল ফেরদৌস উর্মী। আরও বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আখের মিঞা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের শিশু সুরক্ষা কর্মকর্তা এপোলো দাস।

নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও দীপ জন মিত্র। এসময় নকলা থানার ওসি হাবিবুর রহমান, যুব উদ্যেক্তা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের চন্দনাইশে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক ও এসিল্যান্ড দোহাজারী পৌর প্রশাসক ডিপেস্নামেসি চাকমা। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম. ছালেহউদ্দিনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চন্দনাইশের ইউআরসি ইনস্ট্রাক্টর আকতার সানজিদা পপির সঞ্চালনায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আয়ুব আলী, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল আলম, সিনিয়র সহ সভাপতি আবু তালেব আনচারী, প্রবীন সাংবাদিক মোজাহেরুল কাদের, বরমা ইউনিয়ন প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ শিবলী সাদিক কফিল প্রমুখ।

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে শুক্রবার বেলা ১০টায় উপজেলা সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন অফিসার ইবনে ছাব্বির আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মাহবুব হাসান। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সমাজসেবা অফিসার রাজিব রহমান, সমবায় অফিসার বাসুদেব সাহা, মহিলাবিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী প্রকৌশলী সুমন দেবনাথ।

বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধি জানান, নেত্রকোণার বারহাট্টায় শুক্রবার উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্ব ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পৃথ্বিশ চন্দ্র পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও ফারজানা আক্তার ববি। অন্যদের মধ্যে ছিলেন বারহাট্টা থানার ওসি কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. শিহাব উদ্দিন, বেসরকারি সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত ভৌমিক, উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম প্রমুখ।

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীতে শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও প্রীতম সাহা। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম।

কালিয়া ( নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ছালাম ফয়জুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. রাশেদুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলামসহ অনেকে।

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেব প্রসাদ দত্ত। সভায় আরও বক্তব্য রাখেন থানার ওসি শেখ মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মহব্বত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, সফল উদ্যোক্তা আবদুল হামিদ ও নারী উদ্যোক্তা লিপি আক্তার।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে শুক্রবার বেলা ১১টায় একটির্ যালি উপজেলা প্রশাসন চত্বরের সামন থেকে বের হয়। শেষে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার ময়দান আলির সভাপতিত্বে বক্তব্য রাখেন থানার ওসি মিজানুর রহমান, পলস্নী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ কবীর, বিশিষ্ট সঙ্গীত ব্যক্তিত্ব সুব্রত ভট্টাচার্য।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের তাড়াশে শুক্রবার র?্যালি শেষে পরিষদ অডিটোরিয়ামে চেক বিতরণে ইউএনও সুইচিং মং মারমার সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকবাল হাসানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়া, যুব উন্নয়ন কর্মকর্তা রথীন্দ্রনাথ চক্রবর্তী, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মো. আব্দুল বারী খন্দকার, উদ্যোক্তা মো. আব্দুল মোমিন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে