বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

এনায়েতপুরে এলাকাবাসীর উদ্যোগে দেড় কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
এনায়েতপুরে এলাকাবাসীর উদ্যোগে দেড় কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সরাতল গ্রামের বাসিন্দারা প্রায় ৪০ বছর জমির আইল দিয়ে চলাচল করতেন। স্কুল-কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরাও চলাচল করতেন সড়ক বিহীন প্রান্তর দিয়ে। দেশ স্বাধীন হলেও দেড় কিলোমিটার রাস্তার জন্য চরম দুর্ভোগের শিকার হয়েছেন এনায়েতপুর থানার এই সড়াতল গ্রামের বাসিন্দারা। সরাতল গ্রামের বিশ্বনাথপুর (কাইজা মোড়) থেকে সরাতল মধ্যপাড়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার কোনো সড়ক ছিল না।

অবশেষে এনায়েতপুর থানার সরাতল গ্রামের বাসিন্দাদের উদ্যোগে নিজেরা স্বেচ্ছাশ্রমে নিজেদের ব্যক্তিগত জমির মাটি দিয়ে নির্মাণ করছেন প্রায় দেড় কিলোমিটার এই কাঁচা সড়কটি।

সরেজমিন গিয়ে দেখা যায়, স্কুল-মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে শুরু করে ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত প্রায় ১০০ থেকে ১৫০ জন এলাকাবাসী বিনা পারিশ্রমিকে এই কাঁচা সড়কটি নির্মাণ করছেন।

এলাকার স্থানীয় বাসিন্দা, সরাতল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রওশন আলী বলেন, আমরা বিভিন্ন সময় স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে গিয়েও কোনো প্রতিকার পাইনি। পরবর্তীতে আমরা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রম এই সড়ক নির্মাণ করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে