বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

রামগতিতে ২৫ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
  ০২ নভেম্বর ২০২৪, ০০:০০
রামগতিতে ২৫ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

লক্ষ্ণীপুরের রামগতি উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটার ২৫টিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত এক সপ্তাহ ধরে পরিচালিত অভিযানে এসব ইটভাটার মধ্যে ১১টির মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কোনো কাগজপত্র না থাকায় চিমনিসহ ১০টি ইটভাটা ভেকু মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ইটভাটার কার্যক্রম দৃশ্যমান না থাকায় ভবিষ্যতেও কার্যক্রম বন্ধ রাখবেন মর্মে পাঁচ মালিকের কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। উপজেলার চর রমিজ ইউনিয়নে ২৩টিসহ বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ৫০টি ইটভাটা রয়েছে।

অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ ও সুলতানা সালেহা সুমি এবং পরিবেশ অধিদপ্তর লক্ষ্ণীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান।

পরিবেশ অধিদপ্তর লক্ষ্ণীপুর কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ২৫টি ইটভাটায় গত এক সপ্তাহ ধরে (বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোসহ বিভিন্ন অপরাধে এসব ভাটা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে ইটভাটার কার্যক্রম দৃশ্যমান না থাকায় ভবিষ্যতেও কার্যক্রম বন্ধ রাখবেন মর্মে পাঁচ মালিকের কাছ থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে।

সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, লক্ষ্ণীপুর জেলার ৫টি উপজেলায় প্রায় দেড় শতাধিক ইটভাটা রয়েছে। এর মধ্যে রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নে ২৩টিসহ বিভিন্ন এলাকায় ৫০টি ভাটা রয়েছে। এসব ইটভাটার বেশিরভাগই অবৈধ। পাশাপাশি, সরকারি আইন মানা হয়নি বা পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে