যৌথ কর্মী সম্মেলন
ম চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা, উপজেলা, ইউনিয়ন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা হয়েছে। বৃহস্পতিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সভায় কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম (পল) এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল ইসলাম সোহেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক মো. তবিউল ইসলাম (তারিফ)। প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মহসিন তালুকদার।
দুর্গা মন্দির পরিদর্শন
ম টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পালপাড়া সৎসঙ্গ সার্বজনীন দূর্গা মন্দির বৃহস্পতিবার রাতে পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির যুগ্ম- মহাসচিব আব্দুল সালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মলিস্নক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুল হাই, উপজেলা বিএনপি নেতা সোলাইমান মাতবর, সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হান্নান মলিস্নক, মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য কৃষ্ণ পাল, পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক টিটু চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি মারুফ হোসেন সেন্টু, উক্ত মন্দির উপদেষ্টা মঙ্গল চন্দ্র পাল, গোপীনাথ পাল প্রমুখ।
ম্যারাথন উপহার
ম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে দিয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের একশ বছর পূর্তি উপলক্ষে একশ কিলোমিটার ম্যারাথন দৌড় করে উৎসর্গ করলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এভাবে নিজ বিদ্যালয়কে ব্র্যান্ডিং করায়, তার সঙ্গে খুশি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও। গত বুধবার ও বৃহস্পতিবার এই ম্যারাথন শেষ করে বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী হরিরামপুরের আয়রনম্যান খ্যাত ও পরিবেশ সংগঠন শ্যামল নিসর্গের সাংগঠনিক সম্পাদক তাপস শীল। এ সময় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাসসহ শিক্ষকমন্ডলী, প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।
নগদ অর্থ বিতরণ
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মধ্যে সকালের নাস্তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে মাধবদীর ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এ সময় আরও উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, রোকেয়া বেগম আদর্শ মহিলা আলিয়া মাদ্রাসার সুপার মনিরুল ইসলাম, সাংবাদিক এমদাদুল ইসলাম খোকনসহ অনেকে।
মতবিনিময় সভা
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় ১৬ বিজিবি'র উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিতপুর পুরাতন বাজারে জেসিও-৮৮৩৩ সুবেদার মুনসেদ আলীর নেতৃত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় ওয়ার্ড সদস্য, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অর্ধশতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। সভায় সীমান্ত হত্যা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, চোরাচালান দমন, অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে মাছ না ধরা, নারী শিশু পাচার দমন, মাদক চোরাচালানীসহ বিভিন্ন সম্পর্কে আলোচনা করা হয়।
মেধা বৃত্তি পরীক্ষা
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মহিউদ্দিন আল-মারুফ ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ছাতারপাইয়া উচ্চ বিদ্যালয়ে উক্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও কেন্দ্র সচিব গোলাম মাওলা বাবু এবং সমাজসেবক মহিউদ্দিন আল মারুফের পৃষ্ঠপোষকতায় এ সময় সেনবাগ প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কামাল উদ্দিন, সদস্য গোলাম মোস্তফা, সাহাব উদ্দিন ভূঁইয়া, নূর হোসাইন, মোকারম আলীসহ শিক্ষক নেতারা বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন।
গণ জমায়েত
ম রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার উদ্যোগে গণ জমায়েত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আ. মতিন ফারুকী। উপজেলা আমির মাওলানা কফিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা জামায়তের সেক্রেটারি অ্যাডভোকেট আহাম্মদ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ প্রমুখ।