বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

নরসিংদীতে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃতু্য

লালপুরে অজ্ঞাত নারী নিহত রাজশাহীতে ৫ জন আহত
স্বদেশ ডেস্ক
  ০৪ নভেম্বর ২০২৪, ০০:০০
নরসিংদীতে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃতু্য
নরসিংদীতে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃতু্য

নরসিংদীতে ছেলের সামনে ট্রেনে কাটা পড়ে বাবার মৃতু্য হয়েছে। এদিকে, নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃতু্য ও রাজশাহীতে ট্রেনের ধাক্কায় পিকআপ দুমড়ে-মুচড়ে ৫ জন আহত হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-

নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে আন্তঃনগর এগারসিন্দুর প্রভাতি ট্রেনে কাটা পড়ে মনসুর আলী (৬২) নামে এক শ্রমিকের মৃতু্য হয়েছে। এ সময় চোখের সামনে বাবার মৃতু্য দেখে সঙ্গে থাকা ছেলে আব্দুল হাকিম (১৮) জ্ঞান হারিয়ে ফেলেন। রোববার সকালে ঘোড়াশাল ফ্ল্যাগ স্টেশনের সামনের পুরাতন রেল ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনসুর নীলফামারীর সৈয়দপুর উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা।

1

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একদল শ্রমিক ঘোড়াশাল এলাকার রেললাইন মেরামত ও রঙের কাজ করে আসছিলেন। রোববার সকাল থেকে মনসুর ও তার ছেলে হাকিমসহ তিনজন শ্রমিক ঘোড়াশাল ফ্ল্যাগ রেল স্টেশনের সামনের পুরাতন ব্রিজের মাঝখানে রেললাইনে রঙের কাজ করছিলেন। এ সময় ঢাকা অভিমুখী এগারসিন্দুর প্রভাতি ট্রেনটি ব্রিজের দিকে আসতে দেখে তিনজনই দৌঁড়াতে থাকেন।

একপর্যায়ে একটু সামনে এসে ব্রিজের রেললাইনের পাশে থাকা নিরাপদ চৌকিতে দুইজন অবস্থান নেন। কিন্তু ছেলের সামনে মনসুর ওই ট্রেনের নিচে কাটা পড়ে দুই খন্ড হয়ে ব্রিজের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। চোখের সামনে এ ঘটনা দেখে ছেলে আব্দুল হাকিম নিরাপত্তা চৌকিতে অজ্ঞান হয়ে পড়েন। পরে অন্য শ্রমিকরা ছেলেকে উদ্ধার করে রেল স্টেশনে নিয়ে আসেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহীদুলস্নাহ জানান, শ্রমিকরা ঠিকাদারের অধীনে রেলওয়ে ব্রিজে কাজ করছিলেন। এ সময় ট্রেনে কাটা পড়ে মনসুর মারা যান। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃতু্য হয়েছে। রোববার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার আজিম নগর রেল স্টেশনের পশ্চিমাংশের সিগনালের (বিহারিপাড়া রেলগেট) কাছে এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর সাগরদাঁড়ি ট্রেনটি ওই স্থানে পৌঁছালে তাতে কাটা পড়ে অজ্ঞাত ওই নারীর মৃতু্য হয়। পরে খবর পেয়ে এলাকাবাসী সেখানে পৌঁছালেও কেউ তাকে চিনতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।

রাজশাহী অফিস জানায়, রাজশাহীতে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়ে পিকআপের ড্রাইভার হেলপারসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুর দেড়টার দিকে মহানগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড সংলগ্ন রেলক্রসিং এ দুর্ঘটনা ঘটে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ।

আহতরা হলেন- নওগাঁ জেলার বদলগাছী এলাকার সহিদুর রহমানের ছেলে বাবর আলী, মশিউরের ছেলে সহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের মুন্সিপাড়ার নূর নবীর ছেলে শামীম, সৈয়দ আলী ও নূর।

পুলিশ জানায়, রাজশাহী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী কমিউনিটার ট্রেন কাদিরগঞ্জ গ্রেটাররোড মসজিদ এলাকা দিয়ে পার হচ্ছিল। এ সময় রেল ক্রসিং দিয়ে উপশহরের দিকে সবুজ রংয়ের একটি পিকআপ ভ্যান যাচ্ছিল। এ সময় রেল ক্রসিং পার হতে যাওয়া পিকআপকে ট্রেন ধাক্কা দিলে সেটি একটি হার্ডওয়্যারের দোকোনে ঢুকে যায়। এতে পিকআপ ভ্যান দুমড়ে-মুচড়ে যায় এবং দোকানে ঢুকে গিয়ে মালামাল ক্ষয়ক্ষতি হয়। এতে পিকআপের ড্রাইভার, হেলপারসহ পাঁচজন গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, 'এই গেটে রেলওয়ের পক্ষ থেকে কোনো গেটম্যান নিয়োগ নেই। আজ ট্রেনটি পার হওয়ার আগে কোনো হুইসেল দেয়নি। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে