সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

জীবপ্রযুক্তিবিদদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে শাবিতে মানববন্ধন

শাবি প্রতিনিধি
  ০৬ নভেম্বর ২০২৪, ০০:০০
জীবপ্রযুক্তিবিদদের যথাযথ কর্মসংস্থান নিশ্চিতের দাবিতে শাবিতে মানববন্ধন
শাবি’তে এনআইবি বিভাগের মহাপরিচালক হিসেবে একজন জীবপ্রযুক্তিবিদ নিয়োগের দাবিতে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা -যাযাদি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) জীবপ্রযুক্তি বিষয়ক বিশেষায়িত গবেষণা প্রতিষ্ঠান ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি (এনআইবি) বিভাগের মহাপরিচালক হিসেবে একজন জীবপ্রযুক্তিবিদ নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি পালন করে জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগ। মানববন্ধনে লাইফ সায়েন্সেস অনুষদের ডিন এবং জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের অধ্যাপক আব্দুলস্নাহ আল মামুন বলেন, 'ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োটেকনোলজি বিভাগ প্রতিষ্ঠালগ্ন থেকে বায়োটেকনোলজির ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়ে আসছে।' এসময় জৈব প্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. হযরত আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিভাগটির বিভাগীয় প্রধান অধ্যাপক মো. কামরুল ইসলাম ও অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে