সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

সখীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৭:৪৭
সখীপুরে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার 
ছবি : যায়যায়দিন

টাঙ্গাইলের সখীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ ম) বিকেলে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) আওতায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। স্থানীয় সমাজসেবা কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলাম, প্রকল্পের সহকারী পরিচালক মাহবুবুল আলম, প্রকল্পের গবেষণা ও প্রকাশনা কর্মকর্তা সানজিদা সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমুখ বক্তব্য দেন।

1

বক্তারা বলেন, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম চলমান। উপকারভোগীরা যাতে সহজে সুবিধা পেতে পারে, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, রাজনীতিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।‌

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে