চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূকে শ্বশুর-শাশুড়ির সহায়তায় শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। অপরদিকে বিভিন্ন দাবিতে মাদারীপুর, খুলনা, নওগাঁর পোরশা, নোয়াখালীর সুবর্ণচর, গাজীপুরের শ্রীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী, বিএনপি, অভিভাবক ও শিক্ষার্থীরা। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ আছমা আক্তার তানজিনাকে শ্বশুর-শাশুড়ির সহায়তায় শারীরিক নির্যাতন ও ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে দেবর সাইমন ও শাহীনের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকালে চর মথুরা ও চির্কা গ্রামবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে তারা থানা ঘেরাও করে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। মানববন্ধনকারীরা বিভিন্ন স্স্নোগানের মাধ্যমে গৃহবধূ আছমার দেবর ও শ্বশুর-শাশুড়ির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন- স্থানীয় এলাকাবাসীর পক্ষে ফাতেমা বেগম, মিনু আক্তার, ফাবিয়া জাহান, রুবেল খানসহ বিক্ষুব্ধরা।
স্টাফ রিপোর্টার মাদারীপুর জানান, অনিয়মের দায়ে বিভাগীয় মামলার আসামি আব্দুর রহমান মোলস্না বাচ্চুকে মাদারীপুরের পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়ায় বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। বুধবার সকালে বিদ্যালয়ের সামনে দুই ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। পরে মাদারীপুর জেলা প্রশাসকের কাছে তার দুর্নীতি, জালিয়াতিসহ নানা অভিযোগের বিষয় অবহিত করে একটি স্মারকলিপি দেওয়া হয়।
খুলনা অফিস জানান, খুলনা মুক্তিযোদ্ধা কলেজ নিয়ে আওয়ামী লীগ আমলে চরম দলীয়করণ, দুর্নীতি ও লুটপাটের রাজত্ব চলেছে বলে অভিযোগ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মঙ্গলবার সকালে খুলনার জিরো পয়েন্ট সংলগ্ন লবণচরা থানাধীন মুক্তিযোদ্ধা কলেজের সামনে মানববন্ধনে বক্তারা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফাতেমা খাতুন শিল্পীকে ফ্যাসিস্ট সরকারের দোষর আখ্যা দিয়ে অবিলম্বে তাকে কলেজ থেকে বহিষ্কার, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাফায়েত হোসেন লিখন, আব্দুর রব, আ. ছাত্তার আকন, ডা. ফজলুর রহমান প্রমুখ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় পোড়ানোর প্রতিবাদে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সংশ্লিষ্ট দলের একাংশের নেতাকর্মীরা। নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মঙ্গলবার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আজাহার আলী। এতে বক্তব্য রাখেন- নিতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গণি, ঘাটনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শাহ্সহ নেতারা।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরে পূর্ব শত্রম্নতার জের ধরে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাসুমা আটিয়া জিন্নাতসহ (১৫) তার পরিবারকে কুপিয়ে ও মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় দোষীদের দ্রম্নত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর সাড়ে ১২টায় শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধনে তার সহপাঠীরা বলেন, এ ঘটনায় একটি মামলা হলেও ছয় অভিযুক্তের মধ্যে দুইজনকে পুলিশ গ্রেপ্তার করলেও ঘটনার মূল অভিযুক্ত সাইফু্ল ইসলামকে আটক করতে পারেনি পুলিশ। মানববন্ধন থেকে জড়িত সবাইকে গ্রেপ্তার করার দাবি জানান শিক্ষার্থীরা। এ ঘটনায় চরজব্বর থানার অফিসার ইনচার্জ মো. শাহীন মিয়া বলেন, আহতের মা বাদী হয়ে এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, বৈষম্য আন্দোলনের সময় এক দফা দাবি করা ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকান্ডে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে এক বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকালে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির আবুল হোসেন প্রধান, উপজেলা বিএনপির সদস্য শামীম মোড়ল, জেলা যুদলের সদস্যসচিব আনোয়ার হোসেন বেপারি, উপজেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন বিএসসি, পৌর যুবদলের সদস্যসচিব আবু তাহের প্রধানসহ অন্য নেতারা।