দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে মো. ফাইজার ইসলাম (৪৫) নামে একজন ইন্দোনেশিয়ান নাগরিকের মৃতু্য হয়েছে। মৃত ওই ব্যক্তি জে আর আমপাং গেপাং এলাকার তয়জার রামলির ছেলে। তার পাসপোর্ট নং সি-৮৬৫০৯২৫।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বুলাকীপুর ইনিয়নের কুলানন্দপুর গ্রামে।
জানা গেছে, দুইজন বাংলাদেশি ও ছয়জন ইন্দোনেশিয়ার নাগরিক উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর উত্তর পাড়া জামে মসজিদের ৪০ দিনের তাবলিগ আসেন। সকাল সাড়ে ৮টায় ইন্দোনেশিয়ান ছয়জন করতোয়া নদীতে গোসল করতে নামেন। এ সময় ফাইজার ইসলাম নদীর পানিতে ডুবে নিখোঁজ হন।
স্থানীয়দের মাধ্যমে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও পুলিশ এসে ডুবে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের অভিযান চালায়। পরে রংপুর ডুবুরি ইউনিটের একটি দল যোগ দেয়। বেলা সাড়ে ১১টায় ফাইজারের লাশ উদ্ধার করেন ডুবুরিরা।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, 'যেহেতু মৃত ব্যক্তি বিদেশি নাগরিক, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।'