রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

খুলনায় অফিসে ঢুকে যুবককে গুলি করে হত্যাচেষ্টা

খুলনা অফিস
  ০৭ নভেম্বর ২০২৪, ০০:০০
খুলনায় অফিসে ঢুকে যুবককে গুলি করে হত্যাচেষ্টা

খুলনা নগরীর বসুপাড়া বাশতলা এলাকায় দুর্বৃত্তরা রফিকুল ইসলাম মুক্ত নামে এক যুবককে তার অফিসে ঢুকে কুপিয়ে ও গুলি করে হত্যার চেষ্টা করেছে। গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা অফিসে ঢুকে পিস্তলের তিন রাউন্ড গুলি করে। তবে তার শরীরের কোনো অংশে গুলি না লাগলেও বাম হাতসহ শরীরের একাধিক স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে ১ রাউন্ড গুলির খোসা পাওয়া গেছে।

আহত মুক্তা জানান, তিনি গলস্নামারীসহ বটিয়াঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে জমির ব্যবসা করেন। নগরীর স্থানীয় কয়েকজন ব্যক্তি তার কাছে বেশ কিছুদিন ধরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। বর্তমানে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে